হাওড়া: বয়স মাত্র একদিন। মায়ের কোলের বদলে, জুটেছিল ট্রেনের শৌচালয়ের মেঝে। এক সদ্যোজাতকে ট্রেনের শৌচালয়ের কমোড থেকে এভাবেই উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এমনভাবে রাখা ছিল যাতে জলের তোড়ে ভেসে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় শিশুটি। কিন্তু রাখে হরি তো মারে কে! আশ্চর্যজনকভাবে শিশুটি ট্রেন থেকে পড়ে যায়নি। পরে সাফাইয়ের সময় জীবন্ত অবস্থাতেই ওই শিশুটিকে উদ্ধার করেন এক সাফাইকর্মী। তাঁর মতে কমোডে ওড়না জড়িয়ে এমনভাবে রাখা ছিল শিশুটি, যা দেখে মনে হতেই পারে কেউ বা কারা তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিল। ঘটনাটি ঘটেছে অমৃতসর-হাওড়া এক্সপ্রেসে। শিশুটিকে উদ্ধার করে অমৃতসর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত বিপন্মুক্ত ওই সদ্যোজাত। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। স্টেশনগুলির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেনের শৌচালয়ে উদ্ধার একদিনের সদ্যোজাত, নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা
হাওড়া: বয়স মাত্র একদিন। মায়ের কোলের বদলে, জুটেছিল ট্রেনের শৌচালয়ের মেঝে। এক সদ্যোজাতকে ট্রেনের শৌচালয়ের কমোড থেকে এভাবেই উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এমনভাবে রাখা ছিল যাতে জলের তোড়ে ভেসে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় শিশুটি। কিন্তু রাখে হরি তো মারে কে! আশ্চর্যজনকভাবে শিশুটি ট্রেন থেকে পড়ে যায়নি। পরে সাফাইয়ের সময় জীবন্ত অবস্থাতেই ওই শিশুটিকে