ভোট কর্মী-পড়ুয়াদের নিয়ে চিন্তায় ঐক্য মঞ্চ, কমিশনের প্রতি অসন্তোষ

ভোট কর্মী-পড়ুয়াদের নিয়ে চিন্তায় ঐক্য মঞ্চ, কমিশনের প্রতি অসন্তোষ

f50c5c9da3264899d2b0f80d85478b19

কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতির জেরে পুনরায় নাভিশ্বাস উঠেছে রাজ্য তথা দেশবাসীর। এরই মধ্যে আবার চলছে বিধানসভা ভোট গ্রহণ। এদিকে, দিন প্রতি সংক্রমণ এবং মৃত্যুর হার প্রচণ্ড আতঙ্কিত করছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে ভোট কর্মী এবং পড়ুয়াদের নিয়ে চিন্তায় শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। 

তারা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ভোট কর্মীগণ তাদের জানাচ্ছেন যে অনেকেই করোনা আক্রান্ত। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে সর্বত্র। নির্বাচন কমিশনের অধীনে ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালনের সময় কোভিড বিধি মেনে চলার কোন ব্যবস্থাই রাখেনি নির্বাচন কমিশন। ট্রেনিং সেন্টার, আরসি ডিসি-তে হাজার হাজার ভোট কর্মী কিভাবে ভিড়ের মধ্যে কাজ করতে বাধ্য হয়েছেন তা সকলেই লক্ষ্য করেছেন। এই পরিস্থিতিতে ভোট কর্মীগণ বেশি করে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীগণ আক্রান্ত হওয়ার ফলে বিদ্যালয়গুলিতে সামগ্রিকভাবে তা দ্রুত ছড়িয়ে পড়ার উপক্রম তৈরি হয়েছে, বলে জানান হয়েছে তাদের তরফে।  

এদিকে, কয়েক মাস আগে কোভিডের প্রভাব অত্যন্ত কম থাকার কারণে বাস্তবসম্মতভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের জন্য বিদ্যালয় চালু করা হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুনরায় সরকারকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। তারা মনে করছেন এই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে আসা যাওয়ার ব্যাপারটি অত্যন্ত নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত আসার ব্যাপারটি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনার করা হোক, দাবি তাদের। এছাড়া ভোটকর্মী, ভোটারসহ সকলের কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিতভাবে কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে, দাবি তুলল তারা। এ ব্যাপারে রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার, শিক্ষা মন্ত্রী এবং নির্বাচন কমিশনের কাছে তারা ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *