ক্ষতিপূরণ আদায়ে মৃত ভোট কর্মীর বাড়িতে ঐক্য মঞ্চের প্রতিনিধি দল

কলকাতা: শেষ দফায় নির্বাচনের কাজ শেষে বাড়ি ফেরার পথে লঞ্চ থেকে জলে পড়ে গিয়ে মৃত্যু হয় ভোট কর্মী ভোলা হাজরার৷ আজ, মৃত ভোট কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়ে এলেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের এক প্রতিনিধি দল৷ এদিন পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের কাছ থেকে ক্ষতিপূরণ

ক্ষতিপূরণ আদায়ে মৃত ভোট কর্মীর বাড়িতে ঐক্য মঞ্চের প্রতিনিধি দল

কলকাতা: শেষ দফায় নির্বাচনের কাজ শেষে বাড়ি ফেরার পথে লঞ্চ থেকে জলে পড়ে গিয়ে মৃত্যু হয় ভোট কর্মী ভোলা হাজরার৷ আজ, মৃত ভোট কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়ে এলেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের এক প্রতিনিধি দল৷ এদিন পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতার করার আশ্বাসও দেন প্রতিনিধি দলের সদস্যরা৷

ভোলা হাজরার পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও দুই কন্যার৷ তাঁদের বিবাহ হয়ে গিয়েছে৷ পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়৷ এদিন প্রতিনিধি দলের তরফে মৃত ভোট কর্মীর পাশে দাঁড়ানোর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়৷ প্রতিনিধি দলে ছিলেন ঐক্য মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র, সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অনিমেষ হালদার, অনামিকা চক্রবর্তী, সুলগ্না পাল, তমাল মন্ডল৷ ভোলা হাজরার ডেথ সার্টিফিকেটে একটি সমস্যা রয়েছে সেটি সংশোধনের জন্য পরিবারের সঙ্গে ঐক্য মঞ্চের প্রতিনিধি যাবেন ক্যানিং হাসপাতালে। এরপর ভোলা হাজরার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঐক্য মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া হবে ঠিক হয়েছে৷

শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র ভোলা হাজরার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘‘আমরা এই পরিবারের পাশে রয়েছি। যেহেতু নির্বাচন কমিশনের অধীনে কর্মরত অবস্থায় ভোলা হাজরা মারা গিয়েছেন তাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত যাতে তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। খুব শীঘ্রই আমরা ভোলা হাজার পরিবারকে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যাব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =