আনিসকাণ্ডে জমা পড়ল না সিটের রিপোর্ট, কেন হল না শুনানি? গুরুতর প্রশ্ন আনিসের বাবার

আনিসকাণ্ডে জমা পড়ল না সিটের রিপোর্ট, কেন হল না শুনানি? গুরুতর প্রশ্ন আনিসের বাবার

কলকাতা: আনিস গত্যাকাণ্ডে সোমবার আদালতে জমা পড়ার কথা ছিল সিটের রির্পোট। কিন্তু এদিন আদালতেই এলেন না বিচারপতি। ফলে জমা পড়ল না সিটের রিপোর্ট। পিছিয়ে গেল আনিস খান ‘হত্যা’ মামলার রায়দান। এবার আদালতে শুনানি প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেন আনিসের বাবা সালেম খান।

তিনি বলেন, ‘‘আজ হাইকোর্টে বিচারপতি বসলেন না। কেন বসলেন না আমি এর কী উত্তর দেব! তিনি শারীরিকভাবে অসুস্থ হলেন, নাকি মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য চাপ দেওয়া হল, আমি জানি না। আজ হয়তো বিচারপতি বসলেন না। কাল তো ওঁনাকে বসতে হবে বা দু’চারদিন পর ওঁনাকে বসতে হবে। আমি এক সপ্তাহ দেখব। যদি দেখি বিচারপতি না আসছেন, তাহলে ভাবব মুখ্যমন্ত্রীর চাপে কোর্টে বসছেন না। এর জন্য আমি ফের সিবিআই চাইব।’’ আনিসের বাবা সালেম খানের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

বস্তত, সোমবারই এই মামলায় এজলাসে রিপোর্ট পেশের কথা ছিল রাজ্য সরকারের গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম সিটের৷  রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় মুখ বন্ধ খামে সেই রিপোর্ট নিয়ে আদালতে এসেও ছিলেন৷ কিন্তু, এদিন কোনও শুনানি হয়নি৷ ফলে এদিন আনিস হত্যা মামলায় আদালতে নিজেদের রিপোর্ট এদিন জমা দিতে পারল না সিট৷ 

আনিসের বাবা সালেম খান বলেন, ‘‘আদালত যদি সিবিআই তদন্তের নির্দেশ না দেয় তাহলে আমি আমার আইনজীবীদের সঙ্গে নিয়ে অন্য রাস্তা নেব। আমি জজ কোর্টেও যেতে পারি।’’ গত ১০ মার্চ সিটের পক্ষ থেকে আনিশ হত্যাকাণ্ডের রিপোর্ট পেশ করার কথা থাকলেও সেইদিন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের পক্ষ থেকে সম্পূর্ণ রিপোর্ট পেশ না করায় আদালত ১৮ এপ্রিল পর্যন্ত সময় দেয়। সোমবার সেই মামলায় আদালতের নির্দেশের দিকে তাকিয়ে ছিল আনিসের পরিবার সহ আমতার সারদা দক্ষিণ খাঁপাড়ার গোটা গ্রামের মানুষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *