শুভেন্দুর খাসতালুকে ভাঙন, গোষ্ঠীদ্বন্দ্বে অপসারিত তৃণমূলের প্রধান

শুভেন্দুর খাসতালুকে ভাঙন, গোষ্ঠীদ্বন্দ্বে অপসারিত তৃণমূলের প্রধান

9284e1a234d329240e9abd7df4a66971

এগরা: দল বিরোধী কাজকর্ম। দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সদস্যদের ভোটাভুটিতে সরিয়ে দেওয়া হল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। ঘটনাটি ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে।

বুধবার পঞ্চায়েত সদস্যদের ভোটাভুটিতে পঞ্চায়েতের প্রধান রাজনারায়ন মান্নাকে সরিয়ে দেওয়া হয়।  জানা গিয়েছে,  এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে মোট ১৮ টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ১৪ টি আসন। বিরোধীদের আসন রয়েছে ৪ টি। এদিন এগরা ২  ব্লকের বিডিও উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।  ১৪ জন তৃণমূল কংগ্রেস সদস্যদের মধ্যে ১১ জন সদস্য পঞ্চায়েত প্রধানের অপসারণের বিরুদ্ধে ভোট দেন।

আগেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল পঞ্চায়েত সদস্যরা। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু আদালত রায় দেয় পুনরায় যদি পঞ্চায়েত সদস্যরা অনাস্থা আনে তাহলে প্রধানকে সরে যেতে হবে। বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য অশোক দাস বলেন, “সংবিধান মেনেই পঞ্চায়েত সদস্যদের ভোটাভুটিতে প্রধান রাজনারায়ন মান্নাকে সরিয়ে দেওয়া হল। বর্তমান উপপ্রধান কিছুদিনের জন্য দায়িত্বভার সামলাবেন। এক মাসের মধ্যে প্রধান নির্বাচিত করা হবে৷” এগরা-২  ব্লকের বিডিও কৌশিক রায় বলেন, “পঞ্চায়েত সদস্যদের অনাস্থার মূলে প্রধানকে সরিয়ে দেয়া হল৷’’ যদিও এবিষয়ে প্রাক্তন প্রধান রাজনারায়ন মান্নাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তাই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *