অনশনে মিলল সাড়া, শুরু হল ১০০ দিনের কাজের ফর্ম পূরণের প্রক্রিয়া

অনশনে মিলল সাড়া, শুরু হল ১০০ দিনের কাজের ফর্ম পূরণের প্রক্রিয়া

চুঁচুড়া: ১০০ দিনের কাজ ও জবকার্ডের দাবিতে গত মঙ্গলবার থেকে রিলে অনশনে বসেছিলেন হুগলির ধনিয়াখালি থানার অন্তর্গত জয়হরিপুর গ্রামের মানুষ৷ তিন দিনের রিলে অনশনের পর অবশেষে শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন পঞ্চায়েত ও বিডিও দফতরের প্রতিনিধিরা৷ দুই-এক দিনের মধ্যেই ১০০ দিনের কাজ শুরু হবে বলেও প্রতিশ্রুতি দেন তাঁরা৷ তাঁদের প্রতিশ্রুতিতেই ইতি পড়ে রিলে অনশনে৷ 

আন্দোলনরত মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছিল সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন এবং সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের সদস্যরা৷  মঙ্গলবার থেকে চলছিল তাঁদের রিলে অনশন৷ তিন দিন পর প্রশাসনের প্রতিশ্রুতিতে শেষ হয় আন্দোলন৷ এদিন পঞ্চায়েত ও বিডিও-র প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুপারভাইজাররাও৷ আন্দোলন মঞ্চেই ১০০ দিনের কাজের ফর্ম ভরা হয়৷ জানা গিয়েছে, এদিন তিনটি পাড়ায় অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে ফর্ম ফিলআপের কাজ৷ আগামীকাল অথবা আগামী পরশু থেকেই শুরু হয়ে যাবে ১০০ দিনের কাজ৷ 

যে সকল পরিবারের নামে কোনও জবকার্ড নেই, তাঁদের আলাদা করে জবকার্ড ইস্যু করা হবে বলে জানানো হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদেরও জবকার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের সদস্য সজল দে বলেন, ‘‘আন্দোলনই রাস্তা দেখায়৷ মানুষ যদি সংগঠিতভাবে আন্দোলন করে তাহলে সেই অন্দোলন জয়লাভ করে৷’’ আগামী দিন ঋণমুক্তির দাবিতে ধনিয়াখালির বিভিন্ন পঞ্চায়েত আবারও উত্তাল হবে বলে জানান তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 10 =