rekha sharma
কলকাতা: সন্দেশখালিকাণ্ডে উত্তাল গোটা রাজ্য৷ দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। গ্রাউন্ড জিরোয় পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। গ্রামের মহিলাদের সঙ্গে নিজে কথা বলবেন তিনি৷ এর পর রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
সোমবার সকালেই কলকাতায় পৌঁছনোর কথা তাঁর৷ বিমানবন্দর থেকেই সোজা সন্দেশখালির উদ্দেশে রওনা দেবেন তিনি৷ সন্দেশখালিতে মহিলারা যে নির্যাতনের অভিযোগ করেছেন, তা সরেজমিনে খতিয়ে দেখবেন রেখা। আগামীকাল রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবেন তিনি৷ তেমটাই সূত্রের খবর।