‘পুলিশ আমাকে ডেকে..’ ভিডিয়ো ভাইরাল হতেই বোমা ফাটালেন রেখা

সন্দেশখালি: ভোট মরশুমে উত্তেজনার পারদ চড়াচ্ছে সন্দেশখালি৷ একের পর এক ভিডিয়ো ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার সামনে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ওই ভিডিয়োয় রেখাকে…

রেখা

সন্দেশখালি: ভোট মরশুমে উত্তেজনার পারদ চড়াচ্ছে সন্দেশখালি৷ একের পর এক ভিডিয়ো ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার সামনে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ওই ভিডিয়োয় রেখাকে বলতে শোনা যায়, আমাদের ছেড়ে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? তাঁদের পরিচয় নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে রেখাকে। এদিকে এই ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়তেই বিজেপিকে খোঁচা দিতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির। যা নিয়ে এবার পাল্টা মুখ খুললেন সন্দেশখালি আন্দোলনের মুখ তথা বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা।

তাঁর দাবি, ওই ভিডিয়ো ক্লিপ অনেক পুরনো। বিজেপি তাঁকে প্রার্থী করার অনেক আগের। এমনকি, এত পুরনো একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার তীব্র ধিক্কারও জানিয়েছেন রেখা। তাঁর বক্তব্য, ‘‘এটা খুবই দুঃখের বিষয় যে পুরনো একটি ভিডিয়ো নিয়ে আজ সন্দেশখালির আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। যে ভিডিয়োটা নিয়ে সন্দেশখালির আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিয়োটা বিজেপি আমাকে সন্দেশখালির মুখ হিসেবে প্রার্থী করার আগের। সেটাকে ব্যবহার করে তৃণমূলের লোকেরা সন্দেশখালির মা-বোনকে অসম্মান করতে চাইছে।’

পাশাপাশি বোমা ফাটান রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও। বসিরহাটের বিজেপি প্রার্থীর দাবি, ‘‘যখন আমরা আন্দোলন করছিলাম, তখন পুলিশ আমাকে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে বলেছিল। বলেছিল, একটা দরখাস্ত লিখে জমা দিন যে, শেখ শাহজাহান কোনও দুর্নীতি করেনি এবং সন্দেশখালিতে কোনও জোরজুলুম হয়নি। আন্দোলন তুলে নেওয়া র জন্য পুলিশ আমাকে চাপ দিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *