নিজস্ব সংবাদদাতা, চোপড়া: দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ট্যাব কেনার জন্য টাকা দিয়েছেন৷ সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দ আর ধরে কে? সোজা ডিজে বাজিয়ে নাচ পড়ুয়াদের৷ এমনই ছবি দেখা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের প্রত্যন্ত এলাকা রামগঞ্জে। রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা টাকা পাওয়ার আনন্দে আওয়াজ তুলেছে, ‘‘রাজ্যে দিদি আরও এক বার।’’ সঙ্গে ডিজের তালে তালে উদ্দাম নাচ পড়ুয়াদের৷
গত পরশু পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ঢোকে ১০ হাজার টাকা৷ এরপরই ডিজে নিয়ে শুরু হয়ে যায় উল্লাস৷ আনন্দে মাতোয়ারা রামগঞ্জ হাইস্কুলের পড়ুয়ারা বলেছে, গ্রামগঞ্জের পড়ুয়াদের ট্যাব কেনার ক্ষমতা ছিল না। মানবিক মুখ্যমন্ত্রী তাদের ট্যাব কেনার টাকা দিয়ে দারুণ উপকার করেছেন। তাই তাদের এত আনন্দ।
স্মার্টফোন বা ট্যাব না থাকায় প্রত্যন্ত এলাকার অনেক পড়ুয়াকে করোনা অতিমারীর সময় অনলাইনে পড়াশোনা চালাতে গিয়ে অসুবিধায় পড়তে হয়েছে। সেই পড়ুয়াদের সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী ট্যাব কেনার জন্য সরকারি অর্থ সাহায্যের ঘোষণা করেন। অনলাইনে পড়াশোনার জন্য সরকার ট্যাব কেনার টাকা দিয়েছে যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য৷ তবে তার জন্য ডিজে বাজিয়ে নাচ! যা অনেকেই দেখেছেন বাঁকা নজরে৷