করোনা-মুক্তির পর ফের সংক্রমণ, বাংলায় বাড়ছে উদ্বেগ

করোনা-মুক্তির পর ফের সংক্রমণ, বাংলায় বাড়ছে উদ্বেগ

3 stocks recomended

 

 কলকাতা: লাফিয়ে বাড়ছে কোনো সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪০৪ জন আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৭৭ জন৷ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের৷ এখনও পর্যন্ত ১৩৩২ জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরছেন বহু রোগী৷ সুস্থতার হারে ৬৩.২৪ এখন শতাংশ৷ সুস্থতার হারে সাফল্য পেলেও নতুন করে চিন্তা বাড়িয়েছে করোনা মুক্ত হয়ে ওঠা রোগীর করোনা সংক্রমণের ঘটনা৷ কীভাবে এই ঘটনা? খতিয়ে দেখার কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর৷

আরও পড়ুন- পুলিশের চাকরি ছেড়ে সবজি বেচলে বেশি সম্মান পেতাম! আক্ষেপ জখম পুলিশ কর্মীর

করোনা মুক্ত হওয়ার পর দ্বিতীয় বার করোনা সংক্রমণ দেখা গিয়েছে জলপাইগুড়িতে৷ করোনা মুক্ত হওয়ার পর ফের সংক্রমণ ধরা পড়েছে বেশ কয়েকজন রোগীর শরীরে৷ জলপাইগুড়িতে এরকম কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসায় চিন্তিত স্বাস্থ্য দফতর৷ করোনা ভাইরাস থেকেই তাঁরা সংক্রমিত হয়েছেন, নাকি ভাইরাসের চরিত্র বদল ঘটেছে, দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার ঘটনা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না দাবি করেছেন করোনা সংক্রান্ত উত্তরবঙ্গের ওএসডির সুশান্তকুমার রায়৷

আরও পড়ুন- বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কেন লকডাউন বাংলায়? মুখ্যমন্ত্রীকে চিঠি SUCI-র

জলপাইগুড়ি জেলার করোনা সংক্রান্ত ওএসডি জানিয়েছেন, পজিটিভ থাকার পর নেগেটিভ হয়ে আবার পজেটিভ হয়েছেন, এরকম বেশ কিছু ঘটনা দেখা গিয়েছে৷ এই নিয়ে স্বাস্থ্য দফতর চিহ্নিত৷ কীভাবে এটা হল তা নিয়ে পর্যালোচনা চলছে৷ করোনা মুক্ত হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার করনা সংক্রমণ হওয়ার আশঙ্কা এর আগেও করেছিলেন বিশেষজ্ঞরা৷ কিন্তু বাংলায় এই প্রথম জলপাইগুড়ি জেলায় জোড়া সংক্রমণ গিয়ে নতুন করে চিন্তা বেড়েছে প্রশাসনের অন্দরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *