প্রেমের অভিনয় করে বিয়ে করতে অস্বীকার, থানায় অভিযোগ জানিয়ে আত্মঘাতী নাবালিকা

প্রেমের অভিনয় করে বিয়ে করতে অস্বীকার, থানায় অভিযোগ জানিয়ে আত্মঘাতী নাবালিকা

মুর্শিদাবাদ: কর্মসূত্রে বাবা বাইরে থাকতেন৷ সেই সূত্রে মাও থাকতেন বাবার সঙ্গে৷ স্বাধীন মেয়ে তাই জড়িয়েছিল গ্রামের এক যুবকের ভালবাসায়৷ অভিযোগ, প্রেমের অভিনয় করে ওই যুবক মেয়েটির সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করার পর বিয়ে করতে অস্বীকার করে৷ তারই জেরে প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ওই প্রেমিকা শুধু আত্মঘাতী হননি, মৃত্যুর আগে থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি আত্মহত্যার আগে তাঁদের সম্পর্কের সমস্ত বিষয় ভিডিও রেকর্ডিং করেন বলেও খবর৷

ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার হুকাহারা গ্রামে৷ জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সুন্নত সেখের মেয়ে জেসমিনা খাতুন (১৬ । রবিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জেসমিনা৷ মেয়ের পরিবারের অভিযোগ, বাবা মার সাথে  কাজের সূত্রে দিল্লিতে যান। এবং হুকাহারা গ্রামের সায়ন শেখ এর সাথে প্রেমে জড়িয়ে পড়ে জেসমিন৷ ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জেসমিনের সঙ্গে শারীরিক সম্পর্কও করে বলে অভিযোগ৷

সম্প্রতি বাবা, মা গ্রামে ফিরে আসার পর পুরো বিষয়টি জানতে পেরে জেসমিনার সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিতে চান৷ কিন্তু জেসমিনার প্রেমিক বিয়েতে বেঁকে বসে বলে অভিযোগ৷ এরপরই থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানায় জেসমিনা৷ তা বলে সে যে এভাবে আত্মঘাতী হবে সেটা পরিবারের কেউ মেনে নিতে পারছেন না৷ ঘটনার জেরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ একই সঙ্গে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নিহত কিশোরীর পরিজন থেকে গ্রামবাসীরা৷ যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =