কলকাতা: চুক্তির পর অগ্রিম মিটিয়ে দেওয়া সত্ত্বেও, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের জন্য হেলিকপ্টার পাচ্ছে না তৃণমূল৷ মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানিয়ে বলেন, এটা বিজেপি’র রাজনৈতিক প্রতিহিংসা৷ যে সংস্থার সঙ্গে হেলিকপ্টার সংক্রান্ত চুক্তি হয়েছিল, বিজেপির চাপেই তারা অগ্রিম অর্থ ফেরত দিয়েছে৷
মমতার বলেন, লোকসভা ভোটের প্রচারের জন্য একটি সংস্থার থেকে ভাড়ায় হেলিকপ্টার নিতে গত ১৫ জানুয়ারি আমরা চুক্তিবদ্ধ হই, তাদের অগ্রিম টাকাও দিয়ে দেওয়া হয়। সব ঠিকই ছিল। ১৯ জানুয়ারির ব্রিগেড সভা এবং তাকে ঘিরে বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়া মাত্রই শুরু হল প্রতিহিংসা। মুখ্যমন্ত্রী বলেন, নিয়মানুযায়ী চুক্তি থাকা সত্ত্বেও হঠাৎই গত ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সংস্থা জানায়, হেলিকপ্টার দেওয়া যাবে না তৃণমূলকে। এমনকী অগ্রিম বাবদ দেওয়া অর্থও তারা ফেরত দেয়। চাপে পড়েই যে তারা এটা করেছে, বোঝাই যাচ্ছে।