দেবময় ঘোষ: যশ ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কলকাতা এবং অন্যান্য জেলায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আপনার বিপদে তৈরি রয়েছে সিপিএমের রেড ভলেন্টিয়ার্সরা। আপনার দুয়ারে পৌঁছে যেতে তৈরি তাঁরা। ইতিমধ্যেই বিভিন্ন কাজের মাধ্যমে তারা জনগণের ভালবাসা কুড়িয়ে। ঘূর্ণিঝড়েও তা ব্যতিক্রম হবে না। কিছুদিন আগেই রাণাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের সাহায্যে ছুটে গিয়েছিলেন রেড ভলেন্টিয়ার্স। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অক্সিজেন দরকারি হয়ে হয়ে পড়েছিল। গেরুয়া রং-কে ঘৃণা না করে মানবতার স্বার্থে ছুটে গিয়েছিলেন রেড ভলেনটিয়ার্সরা।
ইতিমধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, বুধবার রাজ্যর উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা যে সতর্কতা জারি করেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা গভীর উদ্বেগ বোধ করছি। সিপিআই(এম)’র সমস্ত কর্মী, অনুরাগী ও মহামারী পরিস্থিতিতে কর্মরত স্বেচ্ছাসেবকদের কাছে জরুরি ভিত্তিতে আবেদন করছি, এই দুর্যোগে যথাসম্ভব আগাম প্রস্তুতি নিয়ে মানুষের পাশে থাকার জন্য। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচিত সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে এবং মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে মানুষকে নিরাপদ রাখার জন্য সমস্ত রকমের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ঝড় আছড়ে পড়ার আগেই যারা সম্ভাব্য বিপজ্জনক অবস্থায় রয়েছেন তাঁদের খাদ্য, নিরাপদ পানীয় জল এবং মূল্যবান পরিচিতি-কাগজপত্র ইত্যাদি সহ নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করার চেষ্টা করতে হবে। ঘূর্ণিঝড়ের সময়ে কেউ যাতে বিপদে না পড়েন তার জন্য আগাম সতর্কতা দিয়ে মানুষকে সচেতন করতে হবে এবং এই সময়কালেও কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করতে হবে। রাজ্যবাসীর স্বার্থে জরুরী ভিত্তিতে একাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের পার্টির কর্মী ও অনুরাগীদের কাছে আবেদন করছি।
মেদিনীপুর থেকে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া – বিভিন্ন জায়গায় রেড ভলেন্টিয়ারর্সরা ঝড়ের আপডেট দিতে থাকবে। আই এম ডি সূত্রে খবর, বুধবার ঘূর্ণিঝড় ‘Yaas’ সর্বশক্তি নিয়ে উপকূল এলাকায় ঢুকবে। ওড়িশায় ল্যান্ডফল। হবে তার গতিবেগ নিয়ে অনেক মতামত রয়েছে। উপকূলীয় জেলা সংলগ্ন দুই ২৪-পরগনা, দুই-মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় ঝড়ের প্রভাব দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।