কলকাতা: বেলা ঠিক ১২টা৷ রেড রোডের ধর্না মঞ্চে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, দোলা সেন, জ্যোৎস্না মান্ডি এবং সায়নী ঘোষ। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধ বুধবার থেকে দু’দিন ধর্নায় বসবেন তৃণমূল সুপ্রিমো৷ রেড রোডে অম্বেদকর মূর্তির সামনে দু’দিনের ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল৷ মঞ্চে বাজল মমতার লেখা কবিতা সুরে বেঁধে গান৷ মঞ্চের উপর চেয়ারে বসে দলনেত্রী। তাঁর ঠিক পায়ের কাছে বসে রয়েছেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস৷ পাশে রয়েছেন ইন্দ্রনীল সেনও৷ মঞ্চে রাখা হল সংবিধান৷
আরও পড়ুন- এবার থেকে রাজভবনে ‘প্রজা’দেরও প্রবেশাধিকার! মুখ্যমন্ত্রীর হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি
কেন্দ্রের থেকে বকেয়া পাওনার দাবিতে তিনি যে ধর্নায় বসতে চলেছেন, সে কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে রেড রোড। রেড রোডের ধারে মূল ধর্নামঞ্চ ছাড়াও মঞ্চের সামনে ও পিছনের দিকে দু’টি অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে। মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকা এক আধিকারিকের কথায়, বুধবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ধর্নায় অংশ নিতে আসা দলীয় প্রতিনিধিরা যাতে বৃষ্টির জন্য সমস্যায় না পড়েন, সে কথা মাথায় রেখেই দু’টি অস্থায়ী ছাউনি বানানো হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘এবারেও বাজেটেও ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। আবাসন-রাস্তার টাকা বাকি। ১২ হাজার নতুন রাস্তা আমরা করছি। নিজেদের টাকা দিয়ে করছি। আমরা রাস্তা বাবদ, ১০০ দিনের কাজ এবং আবাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই।’’ তিনি আরও বলেন, ‘‘কিছু না থাকলেও সিবিআই, ইডি চলে আসছে। মনে হচ্ছে সিবিআই-এর ডিরেক্টর বিজেপির প্রেসিডেন্ট। আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ওরা। এভাবেই দেশ চলছে! ১০০ দিনের কাজ গরিব মানুষের কাজ। আমি চিরদিন গরিব মানুষদের জন্য লড়াই করেছি।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>