‘লাল চুল কানে দুল, এটাই যুব তৃণমূল’, কয়লা পাচারে বিনয় মিশ্রকে কটাক্ষ শুভেন্দুর

‘লাল চুল কানে দুল, এটাই যুব তৃণমূল’, কয়লা পাচারে বিনয় মিশ্রকে কটাক্ষ শুভেন্দুর

fc966c3902c5da27829376539769994e

 

নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: বিজেপিতে যোগ দেওয়ার পর তার ছোট বড় সব সভা থেকেই ‘ভাইপো’কে নিশানা করেছেন শুভেন্দু৷ এবার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকেও একহাত নিলেন শুভেন্দু৷ শনিবার মহিষাদলের সভামঞ্চ থেকে তোপ দাগলেন তিনি৷ প্রসঙ্গত, গরুপাচারকাণ্ডের সূত্র ধরে শুক্রবার বিনয় মিশ্রের দফতরে তল্লাশি চালিয়েছে সিবিআই৷ এদিন সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ‘তোলাবাজ ভাইপো বলেছি, তো গায়ে লেগেছে৷ কিন্তু এ তো আস্তে আস্তে সব বেরিয়ে পড়ছে৷ লালা, এনামুল বিনয় মিশ্র৷ যা এনামুল, তা তৃণমূল’

শুধু তাই নয়, শুভেন্দু আরও বলেন, ‘বিনয় মিশ্র কে? লাল চুল কানে দুল তার নাম যুব তৃণমূল৷ পায়ে আট হাজার টাকার লোটোর জুতো, হাতে দেড় দেড় তিন লাখের দুটো আইফোন, হাতে একটা সোনার মাকড়ি, দশটা আঙুল ১৮টা আংটি আর গলায় গরুর দড়ি মতো একটা সোনার চেন৷ সেইসঙ্গে রেমন্ডসের কুর্তা পাজামা, সঙ্গে হাফ কোটির ফরচুনার গাড়ি ও আরেকটু বড় হলে বিএমডব্লু৷

এরপরেই ফের ‘ভাইপো’কে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘তোলাবাজ ভাইপো আপনার তো রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ছিল৷ আপনি বলেছিলেন অর্জুন সিং জিতলে, সৌমিত্র খাঁ জিতলে রাজনীতি ছেড়ে দেবেন, কত বড় বড় কথা বলেছিলেন৷’ একইসঙ্গে শাসকদলের ভাঙন প্রসঙ্গে শুভেন্দু বলেন, শুক্রবার প্রায় ৫০০০ তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছে৷ তাদের মধ্যে ১৪ জন কাউন্সিলরও রয়েছেন৷ 

শুভেন্দুর কথায়, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে নিজেদের নামে নামাঙ্কিত করছে রাজ্যসরকার৷ পথশ্রী প্রকল্প আসলে মনরেগা প্রকল্প৷ দিল্লির টাকায় এসব হচ্ছে৷ গ্রামের লোককে টুপি পরাচ্ছে রাজ্য সরকার, দাবি শুভেন্দুর৷ তিনি আরও বলেন, আমফানের সময় গরু নেই বলে টাকা নিয়েছে সুতাহাটা ব্লকের তৃণমূল নেতারা৷ ভোটের প্রচারে তাদের নাম প্রকাশ্যে আনবে বলেও এদিন হুঁশিয়ারি দেন শুভেন্দু৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *