সিবিআইয়ের একাংশ কি দুর্নীতির সঙ্গে যুক্ত? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নজিরবিহীন পর্যবেক্ষণে তোলপাড় রাজ্য!

সিবিআইয়ের একাংশ কি দুর্নীতির সঙ্গে যুক্ত? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নজিরবিহীন পর্যবেক্ষণে তোলপাড় রাজ্য!

 

কলকাতা:  নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত যেভাবে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তাতে একেবারই সন্তুষ্ট নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে বহুবার তিনি সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু এবার সরাসরি তাদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন বিচারপতি। একটা সময় যে তদন্তকারী সংস্থার উপর আস্থা রেখে তাদের উপর তদন্তের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, এবার তাদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। কেন তারা তদন্তে গতি বাড়াচ্ছে না, কেন ঢিমে তালে তদন্ত চলছে সেটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সিবিআইকে ভর্ৎসনা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখানেই শেষ নয়, এক শ্রেণির সিবিআই অফিসার দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এমন ইঙ্গিত পর্যন্ত পাওয়া গিয়েছে বিচারপতির পর্যবেক্ষণ থেকে। সেই বিষয়টি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত সমস্ত সিবিআই আধিকারিকের ব্যক্তিগত সম্পত্তি খুঁজে বের করার নির্দেশ তিনি দিতে পারেন। যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, তবে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? যারা দুর্নীতির তদন্ত করছেন তাঁদের মধ্যে কেউ কেউ কি সত্যিই অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন? তাঁদের একাংশের আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে? এই সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে।

এই অবস্থায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যেভাবে সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাতে আশা করা যায় এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত অনেক বেশি গতি পাবে। দিনের পর দিন চলে যাচ্ছে, অথচ বলার মতো অগ্রগতি দেখা যায়নি। সিবিআই বা ইডি আসলে কি চাইছে, সেটা স্পষ্ট নয় বলে অনেকের মত। কিন্তু নিজের এজলাসে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যেভাবে নজিরবিহীন আক্রমণ বিচারপতি গঙ্গোপাধ্যায় করেছেন তাতে গোটা বিষয়টি নিঃসন্দেহে অন্য মাত্রা পেয়েছে।

এতদিন ধরে তৃণমূল সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব ছিল। সিবিআই বিজেপির অঙ্গুলিহেলনে চলছে, এমন অভিযোগ বারবার করেছে তারা। যদিও বিজেপি সেই অভিযোগ সব সময় অস্বীকার করেছে। তাই এখন যেভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন, তাতে তৃণমূল মনে করছে তাদের দাবি প্রতিষ্ঠা পেয়ে গেল। শুধু নিয়োগ দুর্নীতি নয়, আরও বহু ঘটনার তদন্ত করছে সিবিআই এবং ইডি। তাই সেগুলির তদন্ত প্রক্রিয়া আগামী দিনে কতটা গতি পায় সেদিকে চোখ থাকবে ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =