কলকাতা: দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল প্রাথমিকের ৩ হাজার ৯২৯ জনের নিয়োগের মামলা। বুধবার শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সিটি রবি কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন তা হয়নি। জানা গিয়েছে, প্রায় সপ্তাহখানেক পিছিয়ে গিয়েছে এই মামলার শুনানি। তাই জটিলতা যে অব্যাহত তা বলতেই হয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ১২ জুলাই প্রাথমিকের নিয়োগের মূল মামলার শুনানি হবে। সেই মামলার সঙ্গে জুড়ে যাবে এই মামলাটি। তাই তার শুনানিও হবে সেদিন। আসলে কলকাতা হাইকোর্টে একাধিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে। এই রকম একটি মামলার শুনানিতেই জানা যায় যে, প্রাথমিকে সাড়ে ১৬ হাজার পদের মধ্যে সাড়ে ১২ হাজার পদে নিয়োগ হলেও আদালতের নির্দেশ অনুযায়ী বাকি এই ৩ হাজারের বেশি পদে নিয়োগ সম্পন্ন হয়নি। এই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত নিয়োগের জন্য পর্ষদকে নির্দেশ দেন। কিন্তু পর্ষদ এই নির্দেশ মানতে চায়নি।
পরবর্তী সময়ে, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চও এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে। তখন আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পর্ষদ। শীর্ষ আদালত গত মে মাসে হাইকোর্টের এই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। আজ সেই মামলার শুনানিই হল না।