record temp
কলকাতা: বিগত কয়েক সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা কমে গিয়েছিল বঙ্গের তাপমাত্রা। কিন্তু তা স্থায়ী হল কোথায়? আবার বাড়ছে গরমের দাপট এবং অস্বস্তি বোধ। আর হাওয়া অফিস শেষ যা ইঙ্গিত দিয়েছে তাতে চিন্তা বাড়ছে বঙ্গবাসীর। ফিরতে চলেছে আগের মতো ভ্যাপসা গরম, তার সঙ্গে ক্লান্তি। আগামী বেশ কয়েকদিন দিনের তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির ওপর, সেই সঙ্গে মাঝারি বা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাসই নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার অগাস্ট মাসের উষ্ণতম রাত ছিল। ২০১১ সালের রেকর্ড ভেঙে দিয়েছে এই রাতের তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, আবার সেই ভ্যাপসা গরমই ফিরছে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরমের কিছু এসে যাবে না। গুমোট পরিস্থিতি এবং হাঁসফাঁস পরিবেশ বহাল থাকতে চলেছে আপাতত। রাজ্যে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। প্রসঙ্গত, কলকাতায় রবিবার রাতের তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১১ সালে অগাস্টে রাতের তাপমাত্রা হয়েছিল ২৯.২ ডিগ্রি। অর্থাৎ, গতদিন রেকর্ড ভাঙা গরম ছিল।
যদিও শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে ভারী বৃষ্টিও হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায়। এছাড়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির দেখা মেলে। এদিকে দার্জিলিংয়ে ধসের কারণে মৃত্যুর ঘটনায় উৎকণ্ঠা বেড়েছিল। কিন্তু নতুন করে আর কোনও দুর্ঘটনার খবর আসেনি।