বিদ্যুত পেতে করতে হবে রিচার্জ, মাশুল কমাতে স্মার্ট হচ্ছে রাজ্য!

বিদ্যুত পেতে করতে হবে রিচার্জ, মাশুল কমাতে স্মার্ট হচ্ছে রাজ্য!

কলকাতা: বিদ্যুৎ মাশুলে স্বচ্ছতা আনতে এবং গরিব মানুষকে বিদ্যুৎ ব্যবহারের খরচ থেকে কিছুটা রেহাই দিতে রাজ্য সরকার গ্রাহকদের প্রিপেড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার বাজেটে আগামী তিন বছরের মধ্যে দেশে সমস্ত বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ৩০ কোটি স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নিয়েছে। তার অঙ্গ হিসাবে এরাজ্যেও স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে রাজ্য বিদ্যুত্ দপ্তর সূত্রে খবর।

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে প্রি-পেড মিটার বসানো ইতিমধ্যেই শুরু হয়েছে। বিধাননগর ও নিউটাউনে কয়েকটি আবাসনে এধরণের মিটার বসানো হয়েছে। আগামী দিনে এই ধরনের মিটারের সংখ্যা বাড়ানো হবে। এই মিটার থেকে আরও নিখুঁত তথ্য পাওয়া যায়। মোবাইলের মতো তাতে নির্দিষ্ট অঙ্কের টাকা রিচার্জ করা যায়। বিদ্যুতে স্মার্ট মিটার বসানো হলে বিদ্যুৎ ব্যবহার ক্ষেত্রে যেমন নজরদারি বৃদ্ধি করা সম্ভব, তেমনই বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =