কোচবিহার: নতুন বছরে বামনহাট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ষে মুক্তি পেতে চলেছে থিম সং ‘স্কুলের সেই দিনগুলি ফিরে আসতে চাইছে যে আবার৷’ বামনহাটের ইতিহাসে এই প্রথমবার স্কুল পড়ুয়াদের কণ্ঠে প্রকাশ্যে আসতে চলেছে থিম সং। গানটি আট থেকে আশির মন মাতাতে এবং বামনহাটবাসিকে আনন্দ দিতে এই প্রথম তৈরি হতে চলেছে আস্ত একটি গান।
গানটি লিখেছেন বামনহাট দর্পণ গ্রুপের অন্যতম অ্যাডমিন তথা সবার পরিচিত কবি নিশীথকুমার সেন। আর এই গানটিতে সুর দিয়েছেন কোচবিহারের গায়ক বিক্রম শীল। আজ কুচবিহারের একটি প্লে ব্যাক্ রেকর্ডিং স্টুডিয়োতে রেকর্ড হয়ে গেল এই গানটি। গানটি মুক্তি পেতে চলেছে পয়লা জানুয়ারি ২০১৯-এ। গায়ক বিক্রম শীল এবছর কোচবিহার রাসমেলার থিম সং গেয়েছিলেন।