পঠন-পাঠান শিকেয় তুলে সরকারি স্কুলে বিয়ের আসর

পঠন-পাঠান শিকেয় তুলে সরকারি স্কুলে বিয়ের আসর৷ হাওড়ার অক্ষয় শিক্ষানিকেতনের ঘটনা৷ সরকারি স্কুলের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে৷ যদিও বিতর্ক ঢাকতে ‘ভুল’ হয়েছে বলেই মন্তব্য করেছে স্কুল কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, সোমবার স্কুলের পাঠন-পাঠন শিকেয় তুলে হাওড়ার অক্ষয় শিক্ষানিকেতনের বিয়ের আয়োজন করা হয়৷ গোটা স্কুলজুড়ে করা হয় বিয়ের প্যান্ডল৷ খাওয়া-দাওয়া, রান্নার

পঠন-পাঠান শিকেয় তুলে সরকারি স্কুলে বিয়ের আসর

পঠন-পাঠান শিকেয় তুলে সরকারি স্কুলে বিয়ের আসর৷ হাওড়ার অক্ষয় শিক্ষানিকেতনের ঘটনা৷ সরকারি স্কুলের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে৷ যদিও বিতর্ক ঢাকতে ‘ভুল’ হয়েছে বলেই মন্তব্য করেছে স্কুল কর্তৃপক্ষ৷

জানা গিয়েছে, সোমবার স্কুলের পাঠন-পাঠন শিকেয় তুলে হাওড়ার অক্ষয় শিক্ষানিকেতনের বিয়ের আয়োজন করা হয়৷ গোটা স্কুলজুড়ে করা হয় বিয়ের প্যান্ডল৷ খাওয়া-দাওয়া, রান্নার আয়োজন৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই স্কুলেরই এক অশিক্ষক কর্মীর ছেলের বিয়ের উপলক্ষে এই আয়োজন করা হয়৷ বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসতেই রাজ্যজুড়ে বিতর্কের ঝড় ওঠে৷পরে, সংবাদমাধ্যমের সামনেই ‘ভুল’ স্বীকার করে নেয় স্কুল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =