Aajbikel

ববিতার চাকরি এবার তাঁর! হাই কোর্টের রায়ে আপ্লুত অনামিকার, বললেন ‘সবচেয়ে খুশির দিন’

 | 
অনামিকা

কলকাতা: অবৈধ নিয়োগের অভিযোগে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করেছিল উচ্চ আদালত৷ সেই চাকরি পান ববিতা সরকার৷ এবার ববিতার চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর নির্দেশে ববিতার চাকরি পাচ্ছেন অনামিকা বিশ্বাস রায়। আদালতের রায় জানার পরই আনন্দে আপ্লুত অনামিকা৷ 

প্রথমসারির এক সংবাদমাধ্যমকে তিনি জানান, দীর্ঘ দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলেন তিনি৷ এটাই তাঁর জীবনের সবচেয়ে খুশির দিন। অনামিকা জানান, সংবাদমাধ্যমের কাছ থেকেই তিনি প্রথম এই খবরটি জানতে পারেন৷ এই খবরে তিনি খুবই আনন্দিত৷ একজন চাকরিপ্রার্থীর কাছে চাকরি পাওয়ার চেয়ে ভাল খবর আর কিছুই হতে পারে না। 

যদিও চাকরি পাওয়া নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন অনামিকা। তাঁর কথায়, ‘‘ এক মুহূর্তের জন্যেও আশাহত হইনি। জানতাম, চাকরিটা আমি পাবই।’’ এসএসসি-র মেধা তালিকায় অনামিকা এবং ববিতার নাম পর পর ছিল। অনামিকার নাম ছিল ২১ নম্বরে৷ আর ববিতা ছিল ২০ নম্বরে৷ অঙ্কিতার নাম পিছন থেকে সামনে এগিয়ে আসার পর তাঁদের দু’জনেরই র‌্যাঙ্ক পিছিয়ে যায়। অঙ্কিতার চাকরি বাতিলের পর মেধাতালিকা অনুযায়ী চাকরি পান ববিতা। কিন্তু অনামিকা পড়ে দেখেন, ববিতার নম্বর তাঁর চেয়ে কম৷  ২ নম্বর কম ছিল ববিতার। সেই হিসাবে অঙ্কিতার চাকরির প্রকৃত দাবিদার হয়ে ওঠেন তিনিই৷ এর পরেই তিনি আদালতের দ্বারস্থ হন৷ 

অঙ্কিতা তাঁর চাকরি জীবনের সম্পূর্ণ বেতন আদালতে ফেরত দিয়েছিলেন৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা পান ববিতা৷ এবার ববিতার টাকা ফেরানোর পালা৷ সেই টাকা পাবেন অনামিকা৷ তবে বেতনের টাকা ফেরত দিতে হবে না ববিতাকে৷ 

 

Around The Web

Trending News

You May like