কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর পর গতকাল বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একে একে দুজনেই তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আক্রমণ করেন। শোভন চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, আজ মমতার অবস্থা দেখে তাঁর খারাপ লাগে। একইসঙ্গে আক্রমনাত্মক মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে মুখ খুলে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায় পত্নী রত্না চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, বৈশাখীকে পাওয়ার জন্যই মন্ত্রিত্ব ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়, এতে কোনও আত্মত্যাগ নেই।
রত্না চট্টোপাধ্যায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে কোনও একটা বেছে নিতে বলেছিলেন। হয় কাজ নয় প্রেম। শোভন চট্টোপাধ্যায় কাজ না বেছে প্রেমকে বেছে নিয়েছেন। তাঁর হয়তো কাজ করতে ভালো লাগেনি। শুধুমাত্র বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাওয়ার জন্য চটির মত মন্ত্রিত্ব ছেড়েছেন শোভন, এতে তাঁর আত্মত্যাগের কোন প্রশ্ন নেই। এমনই মন্তব্য করেন রত্না চট্টোপাধ্যায়। শোভন জায়া আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো অসৎ কাজ করতে বলেছেন বলে শোভন মন্ত্রিত্ব ছেড়েছেন এমনটা নয়। এমন যদি হত তাহলে আত্মত্যাগের প্রশ্ন আসে। কিন্তু তিনি শুধুমাত্র বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিনরাত থাকবেন বলে মন্ত্রিত্ব ছেড়েছেন, দুজনে একসঙ্গে সময় কাটাবেন বলে ছেড়েছেন, এখানে আত্মত্যাগের কোনও জায়গা নেই।
এদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন রত্না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বৈশাখীর নাম নিতে তার ঘেন্না করে। বাজারে তার নামে কত খবর রয়েছে সেই বিষয়ে সবাই জানে বলে মন্তব্য করেন তিনি। তাই রত্নার কথায়, একজন মহিলা হয়ে অন্য মহিলাকে তিনি অপমান করতে চাইবেন না। কিন্তু তিনি দাবি করেছেন, এই শহরে তাঁর মতো এমন অনেক মহিলা আছে, অনেকের ঘর ভাঙতে ভাঙতে হয় তো ভাঙেনি, সেই সব মহিলারা সবাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করেন।