কলকাতা: আজ সকালেই বাড়িতে হানা দিয়ে নারদা কাণ্ডের তদন্তের প্রেক্ষিতে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে গেছে সিবিআই। এদিকে নিজাম প্যালেসে হাজির হয়েছেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, তাঁকেও তলব করা হয়েছে সিবিআইয়ের তরফে। যদিও রত্না চট্টোপাধ্যায় জানাচ্ছেন, তাঁকে কেন সিবিআই তলব করেছে সেটা তিনি জানেন না। এদিকে আবার, খবর পেয়েই সিবিআই দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিবিআই অফিসারদের বলেন, ‘আমাকেও গ্রেপ্তার করুন৷’ এই চারজনকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলেও সরব হন তিনি।
তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হয়েছে, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে না কেন। এই প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত যেমন ভাবে হবে তেমন ভাবেই পদক্ষেপ। অতএব তাদের মূল বক্তব্য, তদন্ত এগোচ্ছে। যদিও সরাসরি বিজেপি বিধায়কের নাম নিয়ে কিছু বলা হয়নি। যদিও বিজেপি নেতা রাহুল সিনহা থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনরকম যোগাযোগ নেই। রাজনীতির জোগ টানা বৃথা হবে।
এদিকে কেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না সিবিআই-এর কাছে সেই প্রশ্ন তুললেন নারদ কাণ্ডে স্ট্রিং অপারেশন চালানো সেই ম্যাথু স্যামুয়েল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী নিজে আমার থেকে টাকা নিয়েছিলেন৷ সেই প্রমাণও রয়েছে৷ কেন এই মামলায় অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া সত্বেও গ্রেফতার করেছে না সিবিআই, সেই প্রশ্ন তোলেন তিনি৷