শোভনের সঙ্গে যেন দেখা না করেন রত্না! অসময়েও ব্যক্তিগত ঝঞ্ঝা

শোভনের সঙ্গে যেন দেখা না করেন রত্না! অসময়েও ব্যক্তিগত ঝঞ্ঝা

ca7744c88882d33a566b911a4d0df96a

কলকাতা: নারদ মামলায় আরো একদিন জেল হেফাজতে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। রায় যাই হোক না কেন, তার আগেই তাঁর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন আরো একবার প্রকাশ্যে চলে এলো। অনুমতি ছাড়া যেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা না করেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, এই মর্মে চিঠি দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষিতে যুক্তিও দিয়েছেন ইতিমধ্যেই।

শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী জানাচ্ছেন, তাঁর মক্কেলের হাইপারটেনশন রয়েছে এবং ডায়াবেটিক রোগী তিনি। বুকে ব্যথা নিয়ে গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন শোভন। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই সময় যদি রত্না চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে যান তা হলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। ঠিক এই কারণেই শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া তার সঙ্গে যেন দেখা না করতে পারেন রত্না চট্টোপাধ্যায় এই মর্মে চিঠি দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতার আইনজীবী। এই ইস্যুতে মুখ খুলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধুমাত্র বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শুধু স্ত্রী রত্না চট্টোপাধ্যায় নন, সুমনের সঙ্গে তার পুত্র এবং কন্যাও যেন দেখা না করতে পারেন সেই দাবিও জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতালের সুপারকে এই চিঠি দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। প্রসঙ্গত আজকেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।

হাইভোল্টেজ নারদ মামলার শুনানি ছিল বুধবার৷ কিন্তু দীর্ঘ সওয়াল জবাবের পরও আজ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত হল না৷ তাই আগামীকাল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে চার হেভিওয়েট নেতাকে৷ বৃহস্পতিবার দুপুর ২টোর পর হবে পরবর্তী শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *