রেশনে দুর্নীতি! বিদ্রোহ বাসিন্দাদের! শ্রীঘরে রেশন ডিলার

রেশনে দুর্নীতি! বিদ্রোহ বাসিন্দাদের! শ্রীঘরে রেশন ডিলার

গাইঘাটা: রেশনে বেনিয়ম৷ ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা৷ তারই জেরে বৃহস্পতিবার রেশন ডিলারের দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের টনক নড়াতে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা৷ বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গাইঘাটার কলাসিম বাজার এলাকায়৷

অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় ব্যস্ততম যশোর রোডে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ৷ পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে দেখে পুলিশ শেষ পর্যন্ত আটক করে অভিযুক্ত রেশন ডিলাররে৷ যদিও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে তাঁর বাড়ি ঘিরে এখনও বাসিন্দাদের বিক্ষোভ চলছে৷

গাইঘাটার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে পরিমাণ তাদের রেশন সামগ্রী পাওয়ার কথা সেই রেশন সামগ্রী পান না৷ সাধারন উপভোক্তার পাশাপাশি তিন চার মাস ধরে অনেকে রেশন পান না৷ এমনকি বেশিরভাগ সময় ডিলার নেশাগ্রস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়৷ যার জেরে রেশন দোকান বেশিরভাগ সময় বন্ধ থাকে৷ এমনকি ডিলার রেশনের সামগ্রী অন্যত্র বিক্রি করে দেয় বলেও অভিযোগ করেন বাসিন্দারা৷ পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে দেখে পুলিশ শেষ পর্যন্ত আটক করে অভিযুক্ত রেশন ডিলাররে৷ যদিও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে তাঁর বাড়ি ঘিরে এখনও বাসিন্দাদের বিক্ষোভ চলছে৷

যা দেখে অনেকেরই স্মৃতিতে ভেসে উঠছে ২০০৬ সালে রেশন বেনিয়মের ঘটনা৷ সেই সময় বাঁকুড়া থেকে বারাসত, রাজ্যের সর্বত্র সিংহভাগ রেশন ডিলারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল উপভোক্তাদের৷ ভয়ে অনেক রেশন ডিলারই ঘরছাড়া হয়েছিলেন৷ উপভোক্তাদের টানা বিক্ষোভের জেরে গণ বণ্টন ব্যবস্থায় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − three =