রেশন তুলতে গিয়ে জুটল মার, আগুন জ্বালিয়ে ক্ষোভ জনতার, চলছে অনিয়ম

রেশন তুলতে গিয়ে জুটল মার, আগুন জ্বালিয়ে ক্ষোভ জনতার, চলছে অনিয়ম

বহরমপুর: চলছে মহামারী৷ কাজ হারিয়ে ঘরে ফিরেছেন বহু শ্রমিক৷ কীভাবে সংসার চলবে? কুলকিনারা খুঁজে পাচ্ছেন না বাংলার সাধারণ জনতা৷ করোনার জেরে তৃতীয় দফার লকডাউন আরও উদ্বেগ বাড়িয়েছে৷ দীর্ঘ লকডাউনের মাঝে ভবিষ্যৎ নিয়ে যখন রাতের ঘুম উড়িছে জনতার, ঠিক তখনই মাহামারীর সুযোগ নিয়ে চলছে দুর্নীতি৷ রেশন বণ্টনে অনিয়মের ঠেলায় এবার আগুন জ্বলল মুর্শিদাবাদে৷ এছাড়াও দেগঙ্গা ও নদীয়ার বেশ কিছু জেলায় রেশন ঘিরে বিক্ষিপ্ত আশান্তির খবর মিলেছে৷

খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকানের সামনে বিক্ষোভ গ্রাহকদের৷ অভিযোগ, ডিলার ও তাঁর বলবল গ্রাহকদের মারধর করেছেন৷ আহত হয়েছেন ৪জন রেশন গ্রাহক৷ অন্যদিকে, সালার থানার পুনাশি গ্রামেও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ রেশন ডিলারের বাড়িতে হামলা চালান উত্তেজিত জনতা৷ জ্বালানো হয় আগুন৷ বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে৷ উপভোক্তাদের সঙ্গে ডিলারের বচসা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়৷ পরে দোকানের বাইরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা৷  

গ্রাহকদের অভিযোগ, এর আগেও কম রেশন দেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়৷ ডিলারকে সতর্ক করা হলেও ফের খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ ওঠে৷ আর তাতেই উত্তেজিত হয়ে ওঠে জমতা৷ রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়৷ পরে আশান্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ৷ রেশন ডিলারকে আটক করে থানায় তুলে নিয়ে যায় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *