ডিসেম্বর থেকেই রেশন পরিষেবা বন্ধ হতে পারে রাজ্যে!

ডিসেম্বর থেকেই রেশন পরিষেবা বন্ধ হতে পারে রাজ্যে!

Ration Services

কলকাতা: পশ্চিমবঙ্গ এই মুহূর্তে তোলপাড় রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে। রাজ্যের মন্ত্রী গ্রেফতার হওয়ার পর যেন পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় বড় হুঁশিয়ারি চলে এল রেশন ডিলারদের থেকেই। ডিসেম্বর মাস থেকে তারা রেশন পরিষেবা বন্ধ করার কথা বলল! না, এর সঙ্গে আপাতত দুর্নীতির কোনও যোগ না থাকলেও তারা অন্য অভিযোগ তুলেছে। 

রেশন ডিলারদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন জানিয়েছে, বিগত বহু মাস ধরেই একাধিক দাবি নিয়ে সরব হয়েছেন তারা। সেইসব সমস্যা না মিটলে ডিসেম্বর মাস থেকে বাংলার রেশন ডিলাররা আর রেশন পরিষেবা দেবেন না। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়কেই তোপ দেগেছেন ডিলাররা। তাদের অভিযোগ, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রেশন ডিলারদের কমিশন বাড়ানো হচ্ছে না। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়লেও তাদের কমিশন বাড়ছে না সমান তালে। এও জানানো হয়েছে, রাজ্য সরকারের কাছে সমস্যার কথা বলেও কোনও সুরাহা হয়নি। এও দাবি, রাজ্যের কাছেও প্রচুর বকেয়া জমে রয়েছে। 

এই সব সমস্যার কথা বলেই রেশন ডিলাররা কার্যত ডেডলাইন ঘোষণা করে দিয়েছে। চলতি বছরের মধ্যে যদি তাঁদের দাবি না মানা হয়, সমস্যার সমাধান না করা হয়, তাহলে তারা আর পরিষেবা দেবে না। এবার এই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ঠিক কী ব্যবস্থা নেয়, সেটা দেখার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =