রেশন কার্ড বাতিল অভিযানে নামছে রাজ্য, চিহ্নিত ৬ লক্ষ কার্ড

কলকাতা : মৃত রেশন গ্রাহকদের চিহ্ণিত করতে কয়েক মাস আগে বিশেষ উদ্যোগ নিয়েছিল খাদ্য দপ্তর৷ সেই অনুসারে বিভিন্ন জেলা থেকে বিডিওদের পাঠানো তথ্য থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ মৃত রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে৷ তাঁদের কার্ডগুলি বাতিল করবে দপ্তর৷ তবে খাদ্য দপ্তর এতেই সন্তুষ্ট নয়৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মৃত রেশন গ্রাহকের সংখ্যা এর থেকে

রেশন কার্ড বাতিল অভিযানে নামছে রাজ্য, চিহ্নিত ৬ লক্ষ কার্ড

কলকাতা : মৃত রেশন গ্রাহকদের চিহ্ণিত করতে কয়েক মাস আগে বিশেষ উদ্যোগ নিয়েছিল খাদ্য দপ্তর৷ সেই অনুসারে বিভিন্ন জেলা থেকে বিডিওদের পাঠানো তথ্য থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ মৃত রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে৷ তাঁদের কার্ডগুলি বাতিল করবে দপ্তর৷ তবে খাদ্য দপ্তর এতেই সন্তুষ্ট নয়৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মৃত রেশন গ্রাহকের সংখ্যা এর থেকে অনেক বেশি৷ এখনও সব মৃত গ্রাহককে চিহ্নিত করা যায়নি৷

নবান্ন থেকে জানানো হয়েছে, শীঘ্রই আরও মৃত রেশন গ্রাহককে চিহ্নিত করার পদ্ধতির ব্যাপারে খাদ্য দপ্তরকে জানানো হবে৷ এর আগে খাদ্য দপ্তর মৃতদের চিহ্ণিতকরণ সংক্রান্ত একটি নীতি তৈরি করে৷ পুরসভা, পঞ্চায়েত, এমনকী হাসপাতাল থেকে মৃতদের তালিকা চাওয়ার জন্য সব দপ্তরগুলিকে চিঠি দেওয়া হয়৷ এখনও পর্যন্ত মূলত বিডিওদের মাধ্যমে পঞ্চায়েতের মৃত্যু তালিকা পাওয়া গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + thirteen =