শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প, জানাল খাদ্য দফতর!

শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প, জানাল খাদ্য দফতর!

কলকাতা: বিধানসভা নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জোড় দিয়েছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্পে। ভোটের আগে নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্প নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল জোড়াফুল শিবির। এবার কথা মতো পরীক্ষমূলকভাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। আগামী শুক্রবার থেকেই শুরু হবে প্রকল্প। সমস্তরকম করোনা বিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে রেশনের খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে খাদ্য দফতরের সচিবের সঙ্গে বৈঠক হয় ফুড কমিশনারের। এই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বৈঠকে ছিলেন রেশন ডিলারদের সংগঠন ‘অল ইন্ডিয়া শেয়ার প্রাইস শপস ডিলার’-এর প্রতিনিধিরা। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু করা হবে। সেই মর্মে কলকাতার ৬টি দোকান-সহ মোট ২৮টি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে। এই প্রকল্প চালানোর জন্য রেশন ডিলারদের প্রতি কুইন্টালে ২০০ টাকা করে কমিশন দেওয়া হবে। প্যাকেজিং বাবদ আলাদা খরচও দেওয়া হবে। প্রথম ১৫ দিন রেশন ডিলাররাই এই প্রকল্পের জন্য জিনিসপত্র বাড়ি বাড়ি সরবরাহ করবেন। তবে ভৌগোলিক কারণে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলি ও দুর্গম এলাকাগুলিতে এই প্রকল্প এখনই চালু করা যাচ্ছে না।

কয়েকদিন পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চলবে। আগামী সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের সাফল্য নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের পরই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =