রথযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপির

নয়াদিল্লি: রথযাত্রা মামলায় ফের ধাক্কা খেল বিজেপি৷ আজ, মামলা শুনিতে দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার কারণে বিজেপির রথযাত্রার অনুমতি দেবে না সুপ্রিম কোর্ট৷ তবে, মিটিং মিছিলের ক্ষেত্রে বিজেপিকে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে৷ এদিন মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রথযাত্রার অনুমতি

91aca955a1d47dd2aec397237f934e5d

রথযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপির

নয়াদিল্লি: রথযাত্রা মামলায় ফের ধাক্কা খেল বিজেপি৷ আজ, মামলা শুনিতে দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার কারণে বিজেপির রথযাত্রার অনুমতি দেবে না সুপ্রিম কোর্ট৷ তবে, মিটিং মিছিলের ক্ষেত্রে বিজেপিকে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে৷ এদিন মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রথযাত্রার অনুমতি দিলে প্রাণহানি ও আইন-শৃঙ্খলা নষ্ট হতে পারে৷ ১৯৯০ সালের রথযাত্রায় ৩০ জনের মৃত্যু হয়েছিল৷ এক্ষেত্রেও তা যে হবে না তা নিশ্চিত বলা যাবে না৷ অন্যদিকে, আদালতে বিজেপির রথযাত্রা অনুমতি বাতিল হতেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে রাহুল সিনহা৷ আদালতে দেওয়া রাজ্যের আইন-শৃঙ্খলা প্ররিস্থিতি তুলে ধরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান  বিজেপির কেন্দ্রীয় নেতা৷

এদিন মামলার শুনানিতে রাজ্য সরকারের আপত্তিকে গুরুত্ব দিয়ে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, রথযাত্রার পরিবর্তে অন্য কোনও কর্মসূচি থাকলে রাজ্য প্রশাসনের কাছে নতুন করে আবেদন করতে পারে৷ কোথায়, কখন কী কর্মসূচি নেওয়া হবে, তা আগাম জানাতেও নির্দেশ দেওয়া হয়৷

ইতিমধ্যেই ৪২ দিনের কর্মসূচি গুটিয়ে এনে নয়া কর্মসূচি জমা দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ অনুমতির সুবিধা পেতে কর্মসূচি কাটছাঁট করার আবেদন জানানো হয় শীর্ষ আদালতে৷ যেহেতু, আর কিছু দিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, ফলে রাজ্যজুড়ে রথযাত্রা করার নিয়ে সমস্যা হতে পারে৷ ফলে, কিছুটা পিছু হটেই ৪২ দিনের কর্মসূচি বাতিল করে নতুন কর্মসূচি স্থির করে আদালতে জমা দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ কিন্তু, তাতেও কোনও কাজ হল না আজ৷

গনতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে, ডিভিশন বেঞ্চে যায় বিজেপি৷ রায়ের বিরুদ্ধে ফের সিঙ্গল বেঞ্চে আবেদন করে সরকার৷ সেখানে রাজ্যে রথযাত্রার অনুমতি দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ সেই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে সরকার৷ প্রধান বিচারপতি সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে তা ফের পাঠিয়ে দেন সিঙ্গল বেঞ্চে৷ সুপ্রিম কোর্টে আবেদনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিজেপি৷ বাংলার দিলীপ ঘোষদের পাশে যে কেন্দ্রের অমিত শাহরা রয়েছেন তা বুঝিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ দলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়৷বিজেপির অভিযোগ, রাজ্যে তৃণমূল শাসনে গণতন্ত্র বিপন্ন৷ এর বিরুদ্ধে জনমত সংগঠিত করতেই রাজ্যের তিন জায়গা থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চায় বিজেপি৷ কিন্তু, আজ সওয়াল-জবাব চলার পর বিজেপির আবেদন খরিজ হয়ে যায়৷

সোমবার সাংবাদিক বৈঠক করে রাহুল সিনহা বলেন, ‘‘রাজ্য সরকার আদালতে বলেছে, ‘‘রথযাত্রা হলে রাজ্যের আইন-শৃঙ্খলা খারাপ হতে পারে৷ কিন্তু, এর আগেও একাধিকবার রাজ্যে রথযাত্রা হয়েছে৷ কিন্তু, এখন কেন অনুমতি দেওয়া হল না৷ তার মানে, আগে তুলনায় রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা খারাপ? এই দায় মুখ্যমন্ত্রীর৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট হওয়ার দায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *