রথযাত্রা মামলায় ফের আদলতে মুখ পোড়াল রাজ্য

কলকাতা: রথযাত্রা মামলায় ফের মুখ পোড়াল রাজ্য সরকার৷ সোমবার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে আপত্তি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করে মুকুল ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তারা বৈঠক করবেন না বলে জানিয়ে দেওয়া হয়৷ যেহেতু, তাঁদের ঘাড়ে মামলা ঝুলতে, ফলে প্রশাসনিক আধিকারিকরা তাঁদের সঙ্গে বৈঠক করতে পারবেন না৷

রথযাত্রা মামলায় ফের আদলতে মুখ পোড়াল রাজ্য

কলকাতা: রথযাত্রা মামলায় ফের মুখ পোড়াল রাজ্য সরকার৷ সোমবার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে আপত্তি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করে মুকুল ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তারা বৈঠক করবেন না বলে জানিয়ে দেওয়া হয়৷ যেহেতু, তাঁদের ঘাড়ে মামলা ঝুলতে, ফলে প্রশাসনিক আধিকারিকরা তাঁদের সঙ্গে বৈঠক করতে পারবেন না৷ আদালতে রাজ্যের এই দাবি প্রসঙ্গে বিচারপতিরা জানিয়ে দেন, DG-IG-দের বিরুদ্ধেও তো মামলা রয়েছে৷ তাহলে কী, তাঁরা বৈঠকে বসবেন না?’ আদালতের এই দাবিতে চূড়ান্ত অস্বস্তি পড়ে রাজ্য৷ পরে, আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়৷ নতুন করে মামলার জেরে রথযাত্রা কর্মসূচি আরও দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ বিজেপি৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =