রথযাত্রা মামলায় ফের হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য

কলকাতা: রথযাত্রা মামলায় ফের আদালতে ধাক্কা খেল রাজ্য৷ কলকাতা হাই কোর্টে ধোপেই টিকল না রাজ্য সরকারের আপত্তি৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিজেপির পাঠানো প্রতিনিধিদের সঙ্গে রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করতে হবে রাজ্যের প্রশাসনিক কর্তাদের৷ আগামী বৃহস্পতিবারের মধ্যে বৈঠক শেষ করারও নির্দেশ দেয় আদলত৷ রাজ্য ও বিজেপি প্রতিনিধি দলের বৈঠক শেষে

রথযাত্রা মামলায় ফের হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য

কলকাতা: রথযাত্রা মামলায় ফের আদালতে ধাক্কা খেল রাজ্য৷ কলকাতা হাই কোর্টে ধোপেই টিকল না রাজ্য সরকারের আপত্তি৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিজেপির পাঠানো প্রতিনিধিদের সঙ্গে রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করতে হবে রাজ্যের প্রশাসনিক কর্তাদের৷ আগামী বৃহস্পতিবারের মধ্যে বৈঠক শেষ করারও নির্দেশ দেয় আদলত৷ রাজ্য ও বিজেপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে হবে ১৫ ডিসেম্বর৷ এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ৷ মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের নামে ফৌজদারি মামলা থাকায় তাঁদের সঙ্গে প্রশাসনিক কর্তারা বৈঠক করতে পারবে না বলে আপত্তি তোলে রাজ্য৷ আজ, ছিল রাজ্যের আপত্তি সংক্রান্ত মামলার শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 6 =