ফোন করলেই ‘দুয়ারে প্রসাদ’, রথে উদ্যোগ রাজ্যের

ফোন করলেই ‘দুয়ারে প্রসাদ’, রথে উদ্যোগ রাজ্যের

2080281842b0922a7fe4990d4c86443d

কলকাতা: চলতি কোভিড আবহের কথা মাথায় রেখে এই বছরও সাড়ম্বরে পালিত হচ্ছে না রথযাত্রা। অনেক বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে আজ দেশে পালিত হচ্ছে রথযাত্রা। এই কারণে সাধারণ মানুষের মধ্যেই জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া নিয়ে সঙ্কোচ তৈরি হয়েছিল। তবে সেই সঙ্কোচ কাটাতে উদ্যোগ নিয়েছে রাজ্যে সরকার। মানুষের কাছে রথের প্রসাদ পৌঁছে দিতে কার্যত ‘দুয়ারে প্রসাদের’ ভাবনা নিয়েছে প্রশাসন।

জানা গিয়েছে, রাজ্য সরকার রথে পুরীর জগন্নাথ দেবের ভোগ প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরে ফোন করে অর্ডার দিলেই এই প্রসাদ পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ৮১৭০৮৮৭৭৯৪ অথবা ৯১৬৩১২৩৫৫৬ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে কলকাতার সন্নিহিত এলাকায় বসবাসকারী নাগরিকদের বাড়ির ঠিকানায় এই প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। এই জন্য প্রতিটি প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ২৭৫ টাকা। উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, রথযাত্রা উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে আমার সমস্ত ভাই ও বোনের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি।

আরও পড়ুন- মোদীর মন্ত্রিসভায় ৭০ জনই কোটিপতি, ফৌজদারি মামলা রয়েছে ৩৩ জনের মাথায়

অন্যদিকে আজ এই শুভ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সহ আরও অনেকে। তবে গত বছরের মতো এবারও ভক্তশূন্য পুরীর রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। সেই প্রেক্ষিতেই রথযাত্রায় অংশ নিয়েছে ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *