নিজস্ব সংবাদাদাতা, হালিশহর: নির্বাচন যতই এগিয়ে আসছে বাংলায় রাজনীতির উত্তাল ততই বাড়ছে৷ নিত্যদিনই রাজনৈতিক কর্মীদের ওপর বোমাবাজি, হামলার ঘটনা ঘটেই চলেছে৷ মঙ্গলবার হালিশহরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়ল দুষ্কৃতিরা৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷ হালিশহরের 8 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লীর বিজেপি কর্মী অরিন্দম দে ওরফে রাজা৷ গতকাল রাতে তার বাড়ি লক্ষ্য করে প্রথম দুই রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা৷ এরপর ফের গভীর রাতে এসে আরও তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা৷ এমনই অভিযোগ ওই বিজেপি কর্মীর৷ তাঁর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে৷
বিজেপি কর্মীর দাবি, ভোটের আগে তাদের ভয় দেখানো চেষ্টা করছে তৃণমূল৷ তার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে কার্তুজ ও তার খোল৷ ঘটনার তদন্ত নেমেছে বীজপুর থানার পুলিশ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ স্থানীয় তৃণমূল নেতার দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে৷
ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তদন্ত নেমেছে বীজপুর থানার পুলিশ৷