লরিভর্তি কেন্দ্রের ‘চাল লুট’! বাবুলের ভিডিও ভুয়ো: পুলিশ, নেওয়া হবে ব্যবস্থা? অধরা জবাব

লরিভর্তি কেন্দ্রের ‘চাল লুট’! বাবুলের ভিডিও ভুয়ো: পুলিশ, নেওয়া হবে ব্যবস্থা? অধরা জবাব

কলকাতা: কেন্দ্রের পাঠানো চাল পৌঁছাচ্ছে না উপভোক্তাদের কাছে৷ সাধারণ মানুষের জন্য কেন্দ্রের পাঠানোর চাল থেকে বঞ্চিত হচ্ছেন৷ রেশনে দুর্নীতির অভিযোগ তুলে ভিডিও-সহ নয়া টুইট করে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ পাল্টা রানাঘাট পুলিশের দাবি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ‘ভুয়ো ভিডিও’ পোস্ট করা হয়েছে৷ তবে, ‘ভুয়ো ভিডিও’ ছড়ানোর দায়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ? মেলেনি জবাব৷ যে ভিডিও ঘিরে এত বিতর্ক, সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডটকম৷

করোনা মহামারীর আবহে রেশন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে৷ ক্ষোভ, বিক্ষোভ, আগুনও জ্বলেছে৷  এবার সেই বিতর্ক আরও খানিকটা মাত্রা বাড়িয়েছে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র করা নয়া টুইট ভিডিও ঘিরে৷ ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়র পোস্ট করা ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে৷ ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে, হবিবপুর শ্রীকৃষ্ণ রাইস মিলের ভেতরে বস্তা বোঝাই একটি লরি৷ ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা গিয়েছে, লরিতে থাকা বস্তায় রয়েছে কেন্দ্রের পাঠানো চাল৷ দাবি করা হয়, ওই রাইস মিলে কেন্দ্রের পাঠানোর চাল বদলে নিম্নমানের চাল সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে৷ ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার পেজ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার পেজকে ট্যাগ করেন৷ ভিডিও পোস্ট করে বাবুল সুপ্রিয়র অভিযোগ করেন, গরীব মানুষের জন্য পাঠানো কেন্দ্রের চাল লুট করে রাইস মিলে বেছে দিচ্ছে তৃণমূল৷ ভিডিওয় বলতে শোনা গিয়েছে, কেন্দ্রের পাঠানো চালে এসেছে৷ বস্তা খালি হচ্ছে৷ সেই চালগুলি বদলে ফেলা হচ্ছে৷ চালের বস্তা ঢেলে অন্য সাদা বস্তায় বদলানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে ওই ভিডিওয়৷