রামপুরহাট: তৃণমূল উপপ্রধান খুনের ঘটনায় অগ্নগর্ভ বীরভূমের রামপুরহাট৷ বগটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মোট দশ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে বলে জানাল দলকম৷ থমথমে গোটা গ্রাম৷ রয়েছে পুলিশ পিকেট৷ বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছে, একটি বাড়ি থেকেই সাতজনের মৃত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি এবং ফরেন্সিক টিম। চপারে করে আজই রামপুরহাট যাচ্ছেন ফিরহাদ হাকিম ও আশিস বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ‘বিধানসভায় যে ভুল বিজেপি করেছিল, তৃণমূল সেই ভুলটা করল’
সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় মৃত্যু হয় তৃণমূল নেতা ভাদু শেখের৷ তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তিনি ছিলেন বগটুই গ্রামের৷ গতকাল গ্রামে জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে এক দল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর জখম হন ভাদু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভাদুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই৷ পর পর দশটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ গোটা গ্রাম ঘিরে রেখেছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে৷
অন্যদিকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, শর্ট সার্কিট থেকে টিভিতে বিস্ফোরণ ঘটে৷ সেখান থেকেই তিন-চারটি বাড়িতে আগুন ধরে যায়৷ তিনি আরও বলেন, ‘‘উপপ্রধান খুনের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে৷ পুলিশ আগে তদন্ত করে দেখুক। আমি তো ওখানে ছিলাম না। আমি সকালে খবর পেলাম। আমি যতদূর জানি, একটি বাড়িত থেকেই সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>