আলিপুর: রাজ্যে প্রথম আন্তর্জাতিক বৈদিক পাঠশালার সূচনা করলেন রামদেব৷ সংস্কৃত শিক্ষার প্রসারে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন রামদেব৷ দক্ষিণ ২৪ পরগনার বারুলিতে আন্তর্জাতিক বৈদিক পাঠশালার সূচনা করে যোগগুরু দিয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চান যোগগুরু৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার প্রথম আন্তর্জাতিক বৈদিক পাঠশালার সূচনা করে রামদেব বলেন, ‘‘বেদের চেতনা উপলব্ধি করা সম্ভব একমাত্র সংস্কৃতের মাধ্যমেই৷ বেদের সত্যিকারের চেতনা, বোধ সঠিক উপলব্ধি হলে মানুষের মধ্যে সম্প্রীতি নির্মাণে সাহায্য করবে৷’’ রাজ্যে সংস্কৃত ভাষা বাঁচাতে মুখ্যমন্ত্রী যত্নবান হবেন বলে আশা করছেন রামদেব৷
নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈদিক পাঠশালার উদ্বোধন করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর৷ জানা গিয়েছে, সংস্কৃত ছাড়াও পাঠশালার পড়ুয়াদের ইংরেজি পড়ানো হবে৷ ধ্যান শেখানো হবে৷ এছাড়াও কাজের বাজারে প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুত করে তোলা হবে বলেও জানান রাজমেদ৷ পাঠশালার মূল লক্ষ্য, বৈদিক মন্ত্র উচ্চারণের রীতি, ঐতিহ্যকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়া৷ পড়ুয়াদের মধ্যে বৈদিক সাহিত্যের প্রসার ঘটানোই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলেও জানান রামদেব৷
এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন
(function(){var oi_server_protocol = “http:”;if (location.protocol == “https:”) {oi_server_protocol = “https:”;}var oIBannerScriptObj=document.createElement(“script”);oIBannerScriptObj.type=”text/javascript”;oIBannerScriptObj.async=true;oIBannerScriptObj.src=oi_server_protocol+”//img.desipearl.com/media/js/oneindia_multi_banner.js”; var oneindia_banner_head=document.getElementsByTagName(“head”)[0];(oneindia_banner_head || document.body).appendChild(oIBannerScriptObj);})();