মমতা প্রধানমন্ত্রী হলেই রামমন্দির তৈরি হবে: পিল মুনি আশ্রম প্রধান

কলকাতা: এবার বাংলার রাজনীতিতে পিল মুনি ইস্যু৷ রামমন্দির ইস্যুকে খুঁচিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চাইলেন কপিল মুনি আশ্রমের প্রধান মোহন্ত। এর আগেও তিনি মমতার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। তবে এবার আসন্ন লোকসভা ভোটের আগে মমতাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান বলে মঞ্চ থেকে ঘোষণা করেন৷ মোহন্ত জ্ঞানদাসজি মহারাজ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে রামমন্দির তৈরি

মমতা প্রধানমন্ত্রী হলেই রামমন্দির তৈরি হবে: পিল মুনি আশ্রম প্রধান

কলকাতা: এবার বাংলার রাজনীতিতে পিল মুনি ইস্যু৷ রামমন্দির ইস্যুকে খুঁচিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চাইলেন কপিল মুনি আশ্রমের প্রধান মোহন্ত।

এর আগেও তিনি মমতার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। তবে এবার আসন্ন লোকসভা ভোটের আগে মমতাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান বলে মঞ্চ থেকে ঘোষণা করেন৷ মোহন্ত জ্ঞানদাসজি মহারাজ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে রামমন্দির তৈরি হবে৷ আমরা চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই খুলে যাক রামমন্দিরের দরজা৷’’ বিজেপি রামকে দলের এজেন্ট বানিয়েছে বলেও আক্রমণ করেছেন জ্ঞানদাসজি। তাঁর আক্রমণ, ভোট এলেই রাম জন্মভূমি ইস্যু খুঁচিয়ে তোলা হয়। ভোট মিটলেই তা উবে যায়। হনুমানের জাত প্রসঙ্গে তিনি বলেন, হনুমানজি রাজার পুত্র। কুম্ভমেলার প্রচার নিয়েও বিজেপি সরকারের সমালোচনা করেছেন তিনি।

নরেন্দ্র মোদী তথা বিজেপিকে হারাতে নবতিপর রাম জেঠমালানির বাজি এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি,
জেঠমালানি লিখেছেন, তিনি তাঁর টুপিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুলে রেখেছেন৷ এবং মমতাও খুবই সুন্দরভাবে এবং সাহসের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন , বর্তমান বিজেপি সরকারকে তিনি ধ্বংস করবেন৷ সে জন্যই জেঠমালানি সবিনয়ে জানিয়েছেন, যশবন্ত, শৌরিরা যে সাহায্য তাঁর কাছ থেকে প্রত্যাশা করছেন, তা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়৷ চিঠির শেষ লাইন হল, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন বলে তাঁর পক্ষে যশবন্তদের শিবিরে যোগ দেওয়া অসম্ভব৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 18 =