২০টি জায়গায় অস্ত্রমিছিলের প্রস্তুতি গেরুয়া শিবিরের, সংঘাতের আবহ রাজ্যে

২০টি জায়গায় অস্ত্রমিছিলের প্রস্তুতি গেরুয়া শিবিরের, সংঘাতের আবহ রাজ্যে

কলকাতা: আগামী বৃহস্পতিবার রামনবমী। সেদিন কি রাজ্যে সংঘাতের আবহ তৈরি হতে পারে? এমন প্রশ্নই উঁকি দিচ্ছে সাধারণের মনে। কারণ রামনবমীতে রাজ্যের ২০ জায়গায় অস্ত্রমিছিল করার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির বলে জানা গিয়েছে। আবার ওইদিনই আম্বেডকর মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেবেন। তাই একই দিনে দুই দলের বড় কর্মসূচিতে উত্তাপ যে বাড়বে রাজ্যে তা একপ্রকার নিশ্চিত। তবে এখনও অস্ত্রমিছিলের স্থানকাল ঘোষণা করেনি বিজেপি।

আরও পড়ুন- ন্যূনতম আবেদন ফর্ম না ভরেও পুরসভায় চাকরি, নেপথ্যে অয়ন! বিস্ফোরক দাবি

কেন্দ্রের সরকারের বঞ্চনার বিরোধিতা করে আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেডকর মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেবেন। চলতি সপ্তাহেই এমনটা ঘোষণা করা হয়েছে। আর ৩০ তারিখ রামনবমী হওয়ায় সেইদিনই অস্ত্রমিছিল করার কথা গেরুয়া বাহিনীর। তাই এই নিয়েই এখন বড় প্রশ্ন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একবার স্পষ্ট জানিয়েছিলেন যে, রামনবমীতে শান্তিপূর্ণ মিছিল করা যাবে, কোনও অস্ত্র মিছিল করা চলবে না। কিন্তু গেরুয়া শিবির যে মিছিলের প্রস্তুতি নিচ্ছে তা আপাদমস্তক অস্ত্রে ভরা। তাই উত্তেজনা যে তীব্রতর হচ্ছে তা বলাই বাহুল্য।