বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি, মিছিল শান্তিনিকেতনে

বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি, মিছিল শান্তিনিকেতনে

বোলপুর: প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা হাতে #StudentsAgainstFascism মঞ্চের আহ্বানে বিজেপি’র হাত থেকে বিশ্বভারতীকে রক্ষা করার শপথ নিয়ে নাগরিক মিছিল হল। ছাত্র-অধ্যাপক-আশ্রমিকদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র, অধ্যাপক মালিনী ভট্টাচার্য, কুন্তল রুদ্র প্রমুখ। মিছিলে উপস্থিত না থাকলেও সমর্থন জানিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন। 

তাঁদের দাবি, উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সমস্ত ছাত্র-অধ্যাপকের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। অমর্ত্য সেনকে অপমান করা চলবে না। বিশ্বভারতীতে সাম্প্রদায়িক মতাদর্শের অনুপ্রবেশ মানা যাবে না। এই মিছিল বোলপুর স্টেশন থেকে শুরু হয়ে শান্তিনিকেতন ক্লাব মোড় পর্যন্ত আসে। এই মিছিলে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ এবং বিশ্বভারতী ছাত্রছাত্রীরা যোগ দেয়। তারা জানাচ্ছেন, বিশ্বভারতীর উপাচার্য একনায়কতন্ত্র চালাচ্ছেন, তাঁকে অপসারণ করতে হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। 

সাম্প্রতিক কিছু সময় ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্যে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি দখলকে কেন্দ্র করে হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি পদক্ষেপ নেওয়ার কথা স্মরণ করিয়ে ছিলেন নোবেলজয়ী বাঙালি। পরবর্তী ক্ষেত্রে পাঁচিল তোলাকে কেন্দ্র করে ফের রাজ্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংঘাত বাঁধে। এবার বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ দাবি করে বেরোলো মিছিল। সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু থেকে সরতে পারছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই মিছিল থেকেও মূলত তিনটি দাবি তুলেছেন পড়ুয়া এবং বুদ্ধিজীবীরা। তারা দাবি করছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ, কর্মী এবং অধ্যাপক ও পড়ুয়াদের উপর করা সাসপেনশন প্রত্যাহার এবং অমর্ত্য সেনের জমি নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে তার সমাধান। একই সঙ্গে বিশ্বভারতীতে গেরুয়াকরণের চেষ্টা করা হচ্ছে বলেও সমালোচনা শুরু হয়েছে। এ দিকে উপাচার্যের পক্ষে কথা বলছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের বক্তব্য, মিছিলে যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ বহিরাগত, বিশ্বভারতীর হয়তো ১০ থেকে ১৫ জন থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *