বগটুই কাণ্ডের প্রতিবাদে পথে বিশিষ্টরা, পথে নামলেন অনীক-কমলেশ্বর

বগটুই কাণ্ডের প্রতিবাদে পথে বিশিষ্টরা, পথে নামলেন অনীক-কমলেশ্বর

কলকাতা: রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। বিরোধী পক্ষ তাতে খুব খুশি কারণ তাদের মতে এটি রাজ্য সরকারের পরিকল্পিত ঘটনা। সরকারের মদতেই এই ঘটনা ঘটেছে। এই একই জিনিস মনে হচ্ছে শহরের বিশিষ্ট জনেদের একাংশের। সেই প্রেক্ষিতেই বগটুই গ্রামের ঘটনার প্রতিবাদে তারা আজ পথে নামেন। মৌলালি থেকে সেই মিছিল শুরু হয়, যে মিছিলে ছিলেন পরিচালক অনীক দত্ত থেকে শুরু করে কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বিকেশ মহাপাত্র সহ আরও অনেকেই।

আরও পড়ুন- বগটুইয়ে ফরেনসিক টিম, নমুনা সংগ্রহে বাড়ল গতি

বিশিষ্টরা রাস্তায় নেমেছিলেন একটি বড় ব্যানার নিয়ে। তাতে লেখা ছিল, ‘এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না’। মিছিলের সামনের সারিতে ছিলেন পবিত্র সরকার, কমলেশ্বররা। তারা সংবাদমাধ্যমে জানান, বগটুই কাণ্ডে যে সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হয়েছে তাতেও তাদের ভরসা খুব একটা নেই। কিন্তু তারা চান, যেভাবেই হোক মূল দোষীরা শাস্তি পাক। বুদ্ধিজীবীদের একটা বড় অংশ কোনও প্রতিবাদে শামিল হননি এখনও। তা নিয়েও সমালোচনা হচ্ছে। সেই ইস্যুতে কমলেশ্বর বলেন, তাদের হয়তো খুব তাড়াতাড়ি বিবেকের দংশন হবে এবং তারাও তাদের সঙ্গে পা মেলাতে রাস্তাতে নামবে। এই মিছিল মৌলালি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত।

তবে শুধু রামপুরহাট নয়, আনিস খান হত্যা নিয়েও এই মিছিলে সরব হতে দেখা গিয়েছে বিশিষ্টজনেদের। সেই ঘটনা নিয়েও ব্যানার, প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে। সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেই এই মিছিল। কিন্তু এই মিছিলে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না। অন্যান্য বিদ্বজনরা এখনও পথে না নামায় ব্যাপক কটাক্ষ করা হয় এখান থেকে। সমালোচনা করেন অনেক অধ্যাপক। মিছিলে সামিল ছিলেন অনেক নতুন প্রজন্মের ব্যক্তিরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eight =