তদন্তে নয়া মোড়! আলিপুর মাদক কাণ্ডে এবার গ্রেফতার রাকেশ ঘনিষ্ঠ সুরজ

তদন্তে নয়া মোড়! আলিপুর মাদক কাণ্ডে এবার গ্রেফতার রাকেশ ঘনিষ্ঠ সুরজ

কলকাতা: নিউ আলিপুর মাদক কাণ্ডে গ্রেফতার আরও এক৷ ধৃত ব্যক্তির নাম সুরজ কুমার শা৷ তিনি কলকাতার ওয়াটগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি রাকেশ সিংয়ের ঘনিষ্ট বলেই পরিচিত। অভিযোগ, মাদক পাচার কাণ্ডে অমৃত সিং কে পালাতে সাহায্য করেছিলেন সুরজ। আজই তাঁকে আলিপুরে আদালতে তোলা হবে।

আরও পড়ুন-  গোত্র নয়, রক্ত পরীক্ষার পর হোক বিয়ে, বাড়ি বাড়ি প্রচার শিক্ষকের

পুলিশ সূত্রে খবর, রাকেশ সিংই তাঁকে স্কুটি নিয়ে পিও’র সমানে অপেক্ষা করতে বলেছিলেন৷ এই মামলায় অন্যতম ওয়ান্টেড ছিলেন অমৃত সিং৷ সুরজের মদতে পিও থেকে স্কুটি নিয়ে পালান তিনি৷ নিউ আলিপুর মাদক চক্রের নাগাল পেয়ে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ 

এর আগে এই মামলায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন মাদক কাণ্ডে ধৃত বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী৷ তাঁর দাবি, তাঁকে ফাঁসাতেই তাঁর গাড়িতে কোকেন রেখেছিল রাকেশ সিং৷ এমনকী রাকেশ সিং তাঁকে অন্য চোখে দেখত বলেও অভিযোগ তোলেন তিনি৷ মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পরই বিজেপি নেতা রাকেশ সিংয়ের দিকে আঙুল তোলেন পামেলা৷ এই মামলায় রাকেশকে গ্রেফতার করা হয়৷ আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- নির্বাচনী প্রচার থেকে ভোটদান, নতুন নির্দেশিকা কমিশনের, জানুন বিস্তারিত

গত  ১৯ ফেব্রুয়ারি পামেলা গোস্বামী ও বিজেপি নেতা প্রবীর দে-কে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। তাঁদের জেরা করে মাদক কাণ্ডে উঠে আসে বিজেপির প্রভাবশালী নেতা রাকেশ সিংয়ের নাম। প্রকাশ্যে তাঁর দিকে আঙুল তোলেন পামেলা। প্রথমে অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন রাকেশ। এমনকী এই মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। হাইকোর্টে অবশ্য তাঁর আবেদন খারিজ হয়ে যায়৷ এরপর সড়কপথে ভিনরাজ্যে যাওয়ার সময় পূর্ব বর্ধমানের গলসি থেকে রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =