রাকেশকে বাঁচাতে গোটা পুলিশ বাহিনীকে কার্যত রুখে দিলেন ‘বাপ কা বেটা’!

রাকেশকে বাঁচাতে গোটা পুলিশ বাহিনীকে কার্যত রুখে দিলেন ‘বাপ কা বেটা’!

কলকাতা: মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের নাম জড়িয়ে যাওয়ার পর আজ তাঁর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি অভিযান চালায়। কিন্তু প্রথমে তাঁর বাড়িতে ঢুকতেই পারেনি তারা। তার কারণ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে! পুলিশ বাহিনীকে কার্যত একাই আটকে রাখল সে। দীর্ঘ ২ ঘন্টা পর তার বাড়িতে অবশেষে ঢুকে তল্লাশি শুরু করেছে তারা।

এদিন বিজেপি নেতার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলের সঙ্গে বিশাল পুলিশ বাহিনীর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সে অভিযোগ করে, বৈধ নথি দেখাচ্ছে না পুলিশ, সেই কারণে তাদের তল্লাশি করতে দেওয়া যাবে না। সে আরও অভিযোগ করে যে, কী কারণে এসেছে, স্পষ্ট করছে না পুলিশ। এই বচসার পরিবেশ চলে প্রায় ২ ঘণ্টা, তারপর অবশেষে পুলিশ রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকতে পারে আর তল্লাশি শুরু করে। যদিও পুলিশের বক্তব্য, মাদক মামলার তদন্তের কাজে বাধা দেওয়া হয়েছে।

এই ধরনের অভিযান চালানোর জন্য বৈধ নথির দরকার পড়ে না। এই ধরনের ঘটনায় এই ভাবেই তল্লাশি অভিযান চালানো যায়। প্রসঙ্গত, মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বিজেপি নেত্রী পামেলা গোস্বামী সরাসরি আঙুল তুলেছিলেন বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। তাঁর গ্রেফতারের দাবি জানিয়ে সিআইডি তদন্তের আজিজ নিয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতেই আজ বিকেলের মধ্যেই লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি নেতা রাকেশ সিংকে।

হাজিরার প্রসঙ্গে বিজেপি নেতা রাকেশ সিং হাইকোর্টের দ্বারস্থ হন এবং তার আবেদন ছিল হাজিরার নির্দেশে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। তবে সেই দাবি খারিজ করে দিয়ে কার্যত পুলিশের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে হাজিরার নির্ধারিত সময়ের আগেই এদিন তার বাড়িতে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। এদিকে পামেলা গোস্বামী বিস্ফোরক দাবি করেছেন, রাকেশ সিং যে এই ঘটনায় অভিযুক্ত তার জন্য তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 8 =