আমার শরীরে ছিল রাকেশের নজর, রাজি হইনি বলে…! বিস্ফোরক পামেলা

আমার শরীরে ছিল রাকেশের নজর, রাজি হইনি বলে…! বিস্ফোরক পামেলা

কলকাতা: ফের বিস্ফোরক পামেলা গোস্বামী। কোকেনকাণ্ডে আবারও রাকেশ সিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। পুলিশের প্রতি আস্থা রেখে তার বক্তব্য, “তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। ভারতের সংবিধানের প্রতি আমার আস্থা রয়েছে।”

শুক্রবার বয়ান রেকর্ড হবে‌ পামেলা গোস্বামীর। তার আগে বৃহস্পতিবার আদালত থেকে বেরিয়ে পামেলা জানান, “আমি জানতাম আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। রাকেশ আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছিল। রাকেশ আমাকে শারিরীক নির্যাতনও করেছে। তার প্রমাণ আমার কাছে রয়েছে।”

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোকেনকাণ্ডে বিজেপি যুব নেত্রী পামেলাকে গ্রেফতার করা হয়। এরপরই এই ঘটনায় নাম ওঠে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের। রাকেশকে বর্ধমানের গোলসি থেকে গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারির পর বুধবার বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় তদন্তে পুলিশের উপর আস্থা রেখে জানান, “যে অন্যায় করেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঠিকই করেছে।” সূত্রের খবর, বুধবার রাতে লালবাজারে পামেলা ও রাকেশকে সামনাসামনি বসিয়ে জেরা করে পুলিশ।

বৃহস্পতিবার ফের একবার রাকেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির যুব মোর্চার ধৃত এই নেত্রী। তিনি জানিয়েছেন, “ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমার মনে হয়েছিল রাকেশ আমাকে হয় মাদক কাণ্ডে কিংবা অস্ত্র মামলায় ফাঁসাবে। রাকেশ আমাকে খুনের হুমকিও দিয়েছে। বলেছিল লোক দিয়ে আমাকে মার্ডার করিয়ে দেবে।” তবে বিজেপির আর কোন নেতৃত্বে উপরে কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন পামেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fifteen =