কলকাতা: বিজেপি নেতা রাজেশ সিংয়ের কোনও নিরাপত্তার দরকার আছে বলে মনে করছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ বন্ধ খামে রিপোর্ট দিয়ে কেন্দ্র এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টকে। ফলে তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, রাকেশ সিংয়ের কোনও জীবন সংশয় আছে বলে তথ্য নেই তাদের কাছে।
আরও পড়ুন- অস্কার মঞ্চে দীপিকার সাজে মুগ্ধ গোটা বিশ্ব, কিন্তু নায়িকার ঘাড়ের ট্যাটুতে এ কার নাম!
আসলে কলকাতা হাইকোর্টে গত এক শুনানিতে রাকেশের আইনজীবী জানিয়েছিলেন, মিথ্যা মামলায় এর আগে জড়ান হয়েছিল তাঁর মক্কেলকে। তারপর সে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নেয়। এরপর ২৯ জানুয়ারি রাকেশ সিংয়ের বাড়ি লোকজন ঘেরাও করে। শাসক দলের লোকের এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই দাবি। আরও জানান হয়েছে, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে এলেও তারা দর্শকের ভূমিকা পালন করেছে। তাই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক রাকেশ সিংকে। কিন্তু কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিল, এই পদক্ষেপ তারা করছে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”‘পিসি-ভাইপোকে গ্যারাজ করে দেব’! Suvendu Adhikari slams Mamata-Abhishek on Nandigram Diwas” width=”560″>
অন্যদিকে, রাকেশের ছেলে শুভমের দায়ের করা পৃথক মামলায় দাবি, ২৫ ফেব্রুয়ারি তারা দুবাইয়ে ছিল। অথচ ওই দিন বেআইনি অস্ত্র রাখার মামলায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি ২৩ ফেব্রুয়ারি দুবাই যান। সেই সংক্রান্ত পাসপোর্ট সহ নথি জমা দেওয়া হয় আদালতে। এই ক্ষেত্রে বিচারক প্রশ্ন করেন, একজন অভিযোগ করল আর দ্রুত পুলিশ FIR করলো, প্রাথমিক কোনও অনুসন্ধান হলো না, এটা হয়? তিনি আগামীকাল ঘটনার কেস ডাইরি নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।