কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আবহেই জানা গেল রাজ্যে রাজ্যসভা নির্বাচন কবে। আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট হবে বাংলায়। তার কয়েক দিন পরেই রাজ্যসভার ভোট হতে চলেছে। খবর, আগামী ২৪ জুলাই হবে এই ভোট। মঙ্গলবার দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট হবে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ছ’জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হয়েছে। সেই কারণে ওই আসনগুলিতে নির্বাচন হচ্ছে। ২০১৭ সালের নির্বাচনে ওই ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বাকি একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। তাই মনে করা হচ্ছে, হয় বিজেপি একটিতে জিততে পারে, নাহলে এ বার ভোট হবে না। প্রসঙ্গত, ওই ছ’টি আসনে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং মানস ভুইয়াঁ জিতেছিলেন। পরে মানস ইস্তফা দেওয়ার কারণে ওই আসনে জেতেন সুস্মিতা দেব।
এদিকে তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনে হতে চলেছে উপনির্বাচন। ২০২১ সালে তৃণমূলের অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ায় তাঁর আসনে উপনির্বাচনে জিতেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার তিনিও না থাকায় আবার উপনির্বাচন। সেটিতেও তৃণমূলের জেতা প্রায় নিশ্চিত।