দক্ষিণী ‘তারকা’ হতে চেয়েছিলেন রাজু! ‘লাজুক’ ছেলেটার এমন কীর্তি! হতবাক প্রতিবেশীরা

দক্ষিণী ‘তারকা’ হতে চেয়েছিলেন রাজু! ‘লাজুক’ ছেলেটার এমন কীর্তি! হতবাক প্রতিবেশীরা

কলকাতা: চিটফান্ড কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হতেই বঙ্গ রাজনীতির চর্চায় হালিশহর পুরসভা প্রধান তথা তৃণমূল নেতা রাজু সাহানি৷ কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে তাঁর। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা৷ এই রাজুই নাকি একদিন হতে চেয়েছিলেন দক্ষিণের সুপারস্টার৷ ছোটবেলা থেকে প্রতিবেশীরা যে রাজুকে দেখে এসেছে, সে রাজু এমন কাণ্ড করতে পারে, তা ভাবতেই পারছেন না কেউ৷ 

আরও পড়ুন- ফোন রেকর্ডিংয়েই কামাল, ঘুষ কাণ্ডে অভিযুক্ত SI-এর বিরুদ্ধে DG- কে কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের

হালিশহরে রাজুর যে পৈতৃক বাড়িটি রয়েছে, সেটি বেশ পুরনো৷ এখানেই শৈশব কেটেছে রাজুর। এলাকায় পরোপকারী হিসেবেই তিনি পরিচিত ছিলেন তিনি৷ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন৷ এক প্রতিবেশীর আবার দাবি, রাজুর বাবার অনেক সম্পত্তি ছিল, তাই রাজুর কাছে সম্পত্তি থাকাটাই তো স্বাভাবিক৷ বাবা রাজনীতি করতেন৷ কিন্তু, রাজুর বরাবরের আকর্ষণ ছিল গ্ল্যামার দুনিয়া৷ ‘হিরো’ হতে তাই এক সময় দক্ষিণে পাড়ি দিয়েছিলেন তিনি। জানা যায়, বেঙ্গালুরুতে গিয়ে বেশ কিছুদিন ভাগ্য পরীক্ষাও করেন৷ সেখান মডেলিং করতেন রাজু। একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন বলেও শোনা যায়। কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ে পড়ায় হালিশহরেই ফিরে আসতে হয় তাঁকে। শনিবার নিউটাউন থেকে গ্রেফতার হন এই তৃণমূল নেতা৷ 

আপাতত সিবিআই-এর নজরে রয়েছে রাজুর বিলাসবহুল ফ্ল্যাট৷ রাজারহাটের ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ ৮০ লক্ষ টাকা৷ অভিজাত আবাসনে ১ হাজার ৮০০ বর্গফুট জায়গাজুড়ে থাকা রাজুর ওই ফ্ল্যাটটির আনুমানিক দর ১ কোটি ৫০ লক্ষ টাকা।  শুধু কোটি টাকার ফ্ল্যাটই নয়। ওই আবাসনে দু’টি পার্কিং স্পেসও রয়েছে রাজুর নামে৷ সূত্রের খবর, গত জুলাই মাসে আবাসনের পরিচালন কমিটির নির্বাচনেও দাঁড়িয়েছিলেন তিনি৷ তবে যে ফ্ল্যাটগুলি সিবিআইয়ের আতস কাচে রয়েছে, সেগুলি সব ক’টাই ফাঁকা৷ নিজস্ব ফ্ল্যাট থাকতেও ভাড়ার ফ্ল্যাটে থাকে তাঁর পরিবার৷ কিন্তু কেন? জানা গিয়েছে, রাজুর সন্তান স্কুলে পড়াশোনা করে। তাই সুবিধা মতো ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। 
 

রাজারহাটের ‘আরিয়া ফোর’-এ রাজু সাহানির পরিবার ১২ তলার যে ফ্ল্যাটে থাকেন, সেটি ভাড়ার ফ্ল্যাট বলে জানা যাচ্ছে। সূত্র মোতাবেক খবর, রাজু সাহানি সেখানে একটি ফ্ল্যাটও কিনেছেন, যেটিতে এখন কাজ চলছে বলে দাবি নিরাপত্তা রক্ষীর।