‘ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, চেয়ারে বসতে পারবেন না’, বিতর্ক বাড়ালেন গেরুয়া নেতা!

‘ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, চেয়ারে বসতে পারবেন না’, বিতর্ক বাড়ালেন গেরুয়া নেতা!

বাঁকুড়া: ‘‘আট দফায় রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন বন্ধের দাবি জানিয়েছিলেন। দিল্লি থেকে এসে করোনা ছড়ানো হচ্ছে, এমন দাবির কথাও শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। এখন তিনিই নির্বাচন চেয়ে দিল্লিতে লোক পাঠাচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। নির্বাচন না হলে উনি চেয়ারে বসতে পারবেন না।’’  শুক্রবার ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়৷

এদিন তিনি দলের তরফে বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন৷ সেখানেই এভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজু৷ একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘‘ওই তালিকায় যে তৃণমূল নেতাদের নাম আছে, তাঁরা প্রত্যেকেই এক একজন ক্রিমিন্যাল। ওই ঘটনার সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন৷’’

যদিও এবিষয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরার পাল্টা কটাক্ষন, ‘‘রাজ্যে গণতন্ত্র না থাকলে উনি এখানে অবস্থান বিক্ষোভ করতে পারতেন না।’’ একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রাজু বলেন, ‘‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন না পাঠিয়ে মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছেন, আর এ রাজ্যে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে ভ্যাকসিন কিনে বিনা পয়সায় তা মানুষকে দিচ্ছেন।’’ একজন মুখ্যমন্ত্রী রাজ্যপাল, রাষ্ট্রপতি এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই পারেন, আগ বাড়িয়ে ওনার মন্তব্য করা উচিৎ নয় বলেই তিনি মনে করেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =