মধ্যরাতে হেস্টিংসে BJP-র অফিস থেকে সরানো হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘নেমপ্লেট’

মধ্যরাতে হেস্টিংসে BJP-র অফিস থেকে সরানো হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘নেমপ্লেট’

কলকাতা:  হেস্টিংসে বিজেপির দফতর থেকে সরানো হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট। ৯ তলায় রাজীবের নামে বরাদ্দ ছিল ৮১১ নম্বর ঘরটি৷  রবিবার মধ্যরাতে বিজেপি নেতৃত্বের নির্দেশে সেখান থেকে খুলে নেওয়া হয় তাঁর নেমপ্লেট৷ আপাতত রাজীবের ঘর ভবানীপুর ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর৷

আরও পড়ুন- ভবানীপুরে কেন জিতবে বিজেপি? মমতাকে একহাত নিয়ে ব্যাখ্যা শুভেন্দুর

প্রসঙ্গত, হেস্টিংস থেকে ধীরে ধীরে কাজকাণ্ড গুটিয়ে নিচ্ছে বিজেপি৷ হেস্টিংস থেকে দলীয় কাজকর্ম সরানো হচ্ছে মুরলীধর সেন লেনের অফিসে৷ ভোটের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্লোর ছেড়েও দেওয়া হয়েছে৷ ফলে ঘরের টানাটানি রয়েছে৷ এদিকে ভবানীপুরের একটি নির্বাচনী কার্যালয় রয়েছে৷ কিন্তু রাজ্য নেতৃত্বের জন্য এখানেও একটি কার্যালয়ের প্রয়োজন ছিল৷ সে কারণে ঘরও খোঁজা হচ্ছিল৷ কিন্তু কোন ঘরটি নেওয়া হবে, তা নিয়ে টানাপোড়েন চলছিল৷ এখান থেকে বেশ কিছু নেতার ঘর ইতিমধ্যেই মুরলিধর সেন লেনের দফতরে সরিয়ে নেওয়া হয়েছে৷ তবে কিছু নেতার নামে বরাদ্দ ঘর এখনও পড়ে রয়েছে হেস্টিংসে৷ 

আরও পড়ুন- ঢাক-ঢোল বাজিয়ে নেচে মনোনয়ন প্রিয়াঙ্কার,হেঁটে গেলেন শ্রীজীব

উল্লেখ্য, ভোটের আগে হেস্টিংসের অফিসে ৮১১ নম্বর ঘরে বসতেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ভোট শেষ হওয়ার পর তিনি আর এই অফিসে পা রাখেননি৷ দীর্ঘ দিন ধরেই পার্টির সঙ্গে কোনও যোগাযোগ নেই রাজীবের৷ ফলে তাঁর জন্য ঘরের প্রয়োজনীয়তা কোথায়? এই প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠছিল৷  তাই দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে যে ঘর বরাদ্দ রয়েছে, সেটি ভবানীপুর উপনির্বাচনের কাজে রাজ্য নেতৃত্বের জন্য ব্যবহার করা হোক৷  দলীয় নেতৃত্ব মনে করছে তাঁর ঘরটি ভোটের কাজে লাগানোই শ্রেয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =